দেশ

লাগাতার পাঁচ দিন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, কাশ্মীরে বাড়ছে উত্তেজনা

Pakistan violates ceasefire along Line of Control for 5th consecutive day, tension escalates in Kashmir

Truth of Bengal: কাশ্মীর উপত্যকায় টানা পাঁচ দিন ধরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তানি সেনা। সোমবার রাতেও কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টরের কাছাকাছি জায়গায় পাকিস্তান বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনা জানিয়েছে, তারা এই হামলার ‘পরিমিত ও কার্যকর’ জবাব দিয়েছে।

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় ২৬ জন নিরস্ত্র মানুষ নিহত হন, যাদের মধ্যে ২৫ জনই পর্যটক। ভারতের সন্দেহ, এই হামলায় কিছু স্থানীয় জঙ্গি থাকলেও অধিকাংশ জঙ্গি পাকিস্তান থেকে এসেছিল। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে।

পহেলগাঁও কাণ্ডের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক হয়। বৈঠকের পর ভারত বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেয়, যেমন পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, ৬৫ বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত, এবং আটারী-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। পাকিস্তানি দূতাবাসের প্রতিরক্ষা আধিকারিকদের ভারত ছাড়ারও নির্দেশ দেওয়া হয়।

এদিকে, পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি জলপ্রবাহ বন্ধ করা হয়, তাহলে সেটিকে ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। পাকিস্তান আরও জানিয়েছে, তারা চাইলে ১৯৭২ সালের শিমলা চুক্তিও স্থগিত করতে পারে, যার মাধ্যমে নিয়ন্ত্রণরেখার অস্তিত্ব তৈরি হয়েছিল।

এই মুহূর্তে নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা চরমে। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি আরও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

Related Articles