ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন! পাক সেনার গুলিতে আহত বিএসএফ জওয়ান
Pakistan army Violation of Armistice Agreement at ramgarh sector

The Truth of Bengal: আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক রেঞ্জার্স। আন্তর্জাতিক সীমানায় গুলি চালালো পাকিস্তানি সেনা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা বাহিনী। পাকিস্তানের গুলিতে গুরুতর আহত হয়েছেন টহলরত এক বিএসএফ জওয়ান। বুধবার মধ্যরাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ওই সেনা জওয়ান চিকিৎসাধীন রয়েছেন।
বিএসএফের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘৮ নভেম্বরের মধ্য রাতে রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। এমন সময় পাক সেনার ঘাঁটি থেকে গুলি চলে। আর সেই গুলিতে আহত হন এক বিএসএফ জওয়ান। পাকিস্তানের গুলির পাল্টা জবাব দেয় ভারতের জওয়ান’। যদিও এই পাল্টা জবাবে কেউ হতাহত হয়েছে কিনা তার খবর জানা যায়নি।
জানা গিয়েছে, আহত ওই জওয়ানকে রাত ১ টা নাগাদ রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে, এই গুলির লড়াইয়ের আওয়াজে আতঙ্কিত হয়ে রামগড় এলাকার গ্রামবাসীরা তড়িঘড়ি সেনা বাঙ্কারে আশ্রয় নেন। প্রসঙ্গত, বিগত ২৪ দিনে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাল।
Free Access