দেশ

ফের সীমান্তে সংঘর্ষবিরতি ভাঙল পাক সেনা, পালটা জবাব ভারতেরও

Pakistan Army violates ceasefire on border again, India retaliates

Truth Of Bengal: পাহাড় ঘেরা নিঃশব্দ উপত্যকায় ফের ধ্বনিত হল গুলির শব্দ। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গত ছয়দিন ধরে থেমে থেমে গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা। এর জবাবে ভারতও পাল্টা কড়া প্রতিরোধ গড়ে তুলেছে।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে হঠাৎ করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো রকম প্ররোচনা ছাড়াই এই হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনারাও চুপ করে থাকেনি—তারা গুলির মাধ্যমেই দৃঢ় জবাব দিয়েছে।

কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার কাছেও একই রকমভাবে গুলি চালিয়েছে পাকিস্তান। প্রতিটি ঘটনায় ভারত কঠোর জবাব দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি কার্যকলাপ। নিয়ন্ত্রণরেখায় গোলাগুলির সুযোগে জঙ্গিদের পাকিস্তানে ফেরানোর চেষ্টা করছে তারা। ভারতীয় বাহিনীকে ব্যস্ত রেখে সেই ফাঁকেই জঙ্গিদের পালানোর পথ তৈরি করা হচ্ছে। তবে ভারতীয় সেনার কড়া নজরদারিতে সেই কৌশল বাস্তবায়ন সহজ নয়।

পহেলগাঁওয়ে ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে। শুধু কথার লড়াই নয়, যুদ্ধের হুঁশিয়ারিও উঠে এসেছে। ইসলামাবাদে নিরাপত্তা বৈঠকের পর পাকিস্তান জানিয়েছে, যদি ভারত জলপ্রবাহ বন্ধ করে, তাহলে তা যুদ্ধ ঘোষণা বলেই ধরে নেওয়া হবে। এমনকি, ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিতের কথাও তুলেছে তারা।

সীমান্তের ওপারে রাজনীতি যতই গরম হোক, সীমান্তের এই পাড়ে সাধারণ মানুষ উদ্বেগে দিন কাটাচ্ছেন। কখন যে গুলির শব্দ এসে ভেঙে দেবে তাদের শান্ত জীবন, কেউ জানে না।

Related Articles