দেশ

অন্ধ্রপ্রদেশে ‘চকোলেট বোমা’ বিস্ফোরণে মৃত এক, আহত ছয়

One dead, six injured in 'chocolate bomb' blast in Andhra Pradesh

Truth Of Bengal: অন্ধ্রপ্রদেশের ইলুরুতে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ছ’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ দুই ব্যক্তি স্কুটারে করে দীপাবলির বাজি নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুটারের পিছনে একটি বড় বস্তায় বিভিন্ন ধরনের বাজি, বিশেষ করে ‘চকোলেট বোমা’, রাখা ছিল। একটি সরু গলির মধ্য দিয়ে বড় রাস্তার দিকে যাওয়ার সময় স্কুটারটি একটি গর্তে পড়ে যায়। এতে ব্যাগের মধ্যে রাখা চকোলেট বোমাগুলি মাটিতে পড়লে পরক্ষণেই বিস্ফোরণ ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মোড়ের কাছে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে ছিলেন, যখন বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণ এত তীব্র ছিল যে রাস্তা সাদা ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার মধ্যে থেকে দু’জন ব্যক্তি অক্ষত বেরিয়ে আসেন, কিন্তু বিস্ফোরণের চমকে তাঁরা কানে হাত দিয়ে রেখেছিলেন।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চকোলেট বোমাগুলির বিস্ফোরণের তীব্রতা প্রায় আইইডির সমান ছিল। বিস্ফোরণের কারণে স্কুটারটি সম্পূর্ণ পুড়ে যায়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ এবং স্কুটারের ভিতরে কী ধরনের বাজি ছিল, তা এখনও জানা যায়নি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছে।

Related Articles