গিরিরাজের পথেই ‘বাংলা বিরোধী অবস্থান’ শিবরাজের গরমিলের অজুহাত দেখিয়ে ১০০দিনের টাকা দিতে নারাজ
On the way to Giriraj, 'anti-Bangla position' Shivraj refuses to pay 100 days money by giving the excuse of conflict.

The Truth of Bengal : ২০২১-সাল থেকেই রাজ্যের ১০০দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ৭হাজার কোটি টাকার ওপর বাংলার সরকার এই প্রকল্প বাবদ পায়। এই বিষয়ে সংসদে মঙ্গলবার সরব হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ দিতে বাধ্য। এটা কারও পছন্দ-অপছন্দের বিষয় নয়।’’ বাংলার প্রাপ্য মেটানোর দাবি তোলেন তৃণমূল সাংসদ। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান জানিয়ে দেন,পশ্চিমবঙ্গে ১০০দিনের কাজে অনেক বেনিয়ম হয়েছে। এক প্রকল্পের টাকা অন্য খাতে খরচ হয়েছে।তাই এই প্রকল্পে টাকা দেওয়া যাবে না। এর পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে। বাংলাকে বঞ্চনার অভিযোগ করে তিনি সোচ্চার হন।
এর আগেও, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস গণ-অবস্থান থেকে আবেদন করে।কিন্তু তাতে কান দেয়নি কেন্দ্রের সরকার।মূলতঃ রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে বলে মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। গিরিরাজের পথেই শিবরাজ সিং চৌহ্বান বাংলা বিরোধী অবস্থান নিচ্ছেন বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। এর আগে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়,১০০দিনের কাজের টাকা মেটানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান।কিন্তু গায়ের জোরে কেন্দ্র মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করতে মাইক বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। তাই আগামীদিনে সংসদে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের প্রতি চাপ অব্যাহত রাখতে চায়।জনস্বার্থে দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলনকেই হাতিয়ার করতে চায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস।এদিকে,কেন্দ্র ভাগাভাগির রাজনীতি করায় রাজ্য সরকার তাঁদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই ১০০ দিনের কাজের রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে তাঁদের বকেয়া টাকা দিয়েছে । রাজ্য বাজেটে ৫০দিনের কাজের ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে। গ্রামবাংলার অর্থনীতিকে শক্তিশালী করতে রাজ্য সরকার নিজেদের আর্থিক ক্ষমতার মধ্যেই এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে তত্পর বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করেছেন।