দেশ

আম আদমি পার্টির সঙ্গে জোটে আপত্তি, পদ ছাড়লেন কংগ্রেস সভাপতি

Objection to alliance with Aam Aadmi Party, Congress president resigned

The Truth of bengal: লোকসভা ভোটের মধ্যেই ফের বড়সড় অস্বস্তিতে কংগ্রেস। আম আদমি পার্টির সঙ্গে জোট মানতে না পেরে এবার দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি । দল না ছাড়লেও প্রদেশ সভাপতি পদে থাকতে চান না তিনি। ফের বড়সড় অস্বস্তিতে কংগ্রেস। দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি ।আম আদমি পার্টির সঙ্গে জোট মানতে না পেরে এবার দল না ছাড়লেও প্রদেশ সভাপতি পদে থাকতে চান না তিনি। অরবিন্দর সিং লাভলি ২০১৭ নাগাদ একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। কয়েক মাসের মধ্যে প্রত্যাবর্তন করেন কংগ্রেসে। আম আদমি পার্টির প্রবল বিরোধী হিসাবে পরিচিত লাভলি।

লোকসভা ভোটের মুখে লাভলির পদত্যাগে দিল্লি কংগ্রেসে অচলাবস্থা তৈরি হতে পারে। ইস্তফা পত্রের পাশাপাশি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে আপের সঙ্গে জোট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন লাভলি। খাড়গেকে লেখা চিঠিতে লাভলি সাফ বলছেন, “যে দলটার জন্মই হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা, ভুয়ো, মনগড়া অভিযোগ করে তাদের বিরুদ্ধে জোটে আপত্তি ছিল গোটা দিল্লি কংগ্রেস ইউনিটের। কিন্তু সেটা সত্বেও দিল্লিতে আপের সঙ্গে জোট করা হল।” দলের প্রদেশ পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লাভলি চিঠিতে বলেছেন, “এখন আমার কোনও কথাই গুরুত্ব পায় না। এমনকী দলের ব্লক সভাপতিদের নিয়োগেরও অনুমতি দেওয়া হয় না।

” প্রসঙ্গত, গত বছরের অগস্ট মাসে অরবিন্দর সিং লাভলিকে দিল্লি কংগ্রেসের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল। দিল্লিতে মোট ৭টি লোকসভা কেন্দ্র রয়েছে। কংগ্রেস ও আম আদমি পার্টি প্রথমে ৭টি আসনে একাই লড়াই করার কথা বললেও, শেষ অবধি ইন্ডিয়া জোটের স্বার্থে ৪:৩ আসন ভাগাভাগিতে একমত হয়। কেজরীবালের আপ লড়ছে ৪টি আসনে এবং কংগ্রেস ৩টি আসনে লড়ছে। উল্লেখ্য, আমআদমি পার্টির সঙ্গে জোট দিল্লি কংগ্রেসের অনেকেই মানতে পারেন না। এই জোটের সূত্র অনুযায়ী, কংগ্রেস ৩ আসনে লড়ছে। লাভলি দলের প্রার্থী বাছাই নিয়েও অসন্তুষ্ট ছিলেন। নিজে প্রার্থী হতে চেয়েও টিকিট পাননি। সেটাই তাঁর ক্ষোভের মূল কারণ।

Related Articles