দেশ

এবার বাতিল পাঁচ টাকার কয়েন? কি জানালো আরবিআই

Now five rupee coin is also banned? What did RBI say?

Truth Of Bengal: পাঁচ টাকার মুদ্রাও বাতিল করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শোরগোল দেখা দিয়েছে। তবে সরকারের তরফ থেকে এখনও কোনও তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমান ভারতীয় বাজারে পাঁচ টাকার একাধিক ধরনের মুদ্রার চলন রয়েছে। যার মধ্যে একটি হল মোটা ধাতুতে নির্মিত, যেটি অনেক পুরোনোও। কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে খবর, ধিরে ধিরে মোটা ধাতুর তৈরি পাঁচ টাকার মুদ্রার প্রচলন কমতে শুরু করেছে। সে কারণে ওই পাঁচ টাকার মুদ্রা আর নতুন করে বাজারে ছাড়ছে না রিজার্ভ ব্যাঙ্ক। বলা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই পাঁচ টাকার অন্য মুদ্রাগুলি ব্যবহার করছে না মানুষ।

বর্তমানে পুরোনো মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রার বিপুল চোরাচালান শুরু হয়েছে বলে দাবি করেছেন আরবিআইয়ের পদস্থ কর্তারা। দাবি করা হয়েছে, এই মুদ্রা গলিয়ে ব্লেড তৈরি করা হচ্ছে, আর যার মূল্য রাখা হয়েছে পাঁচ টাকার অধিক। এর জেরে ভারতীয় অর্থনীতিতে প্রভাব পড়ছে। ফলে সম্পূর্নভাবে মোটা ৫ টাকার মুদ্রাকে বন্ধ করার চিন্তাভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরবিআইয়ের এক শীর্ষ কর্তা সংবাদমাধ্যমে জানান, ‘‘মোটা ধাতুর পাঁচ টাকার একটি মুদ্রা গলিয়ে অন্তত পাঁচ থেকে ছ’টি ব্লেড তৈরি করা সম্ভব। সেগুলির প্রতিটির দাম দু’টাকা করে হলে, নির্মাণকারী ১০ বা ১২ টাকা উপার্জন করতে পারবেন। আর এ ভাবেই মুদ্রায় ব্যবহৃত ধাতুটির অন্তর্নিহিত মূল্য তার আর্থিক মূল্যকে ছাড়িয়ে যাচ্ছে। সুস্থ অর্থনীতির নিরিখে এটি কখনওই হওয়া উচিত নয়।’’

এর সঙ্গে জানা গিয়েছে, পাঁচ টাকার পুরনো মুদ্রাগুলির অনেকাংশই বাংলাদেশে  চোরাচালান হচ্ছে। সে কারণে মুদ্রা সঙ্কটও দেখা দিয়েছে। সে সব কারণে পুরানো পাঁচ টাকার মুদ্রা বাতিল করা হতে পারে। তবে এখনই পুরানো ৫ টাকার মুদ্রা বাতিল করার কোন পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের।

বর্তমানে ভারতের মুদ্রা নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি। অবশ্য এই কমিটিকে কেন্দ্রের নির্দেশ মেনেই চলতে হয়। তাই যদি মোটা ধাতুর পাঁচ টাকার কয়েন সম্পূর্ন বন্ধ করতে হয় তাহলে আরবিআইকে কেন্দ্র সরকারের অনুমতি নিতে হবে। আগত বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আবারও বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক।

Related Articles