দেশ

‘ইন্ডিয়া’ নয়, এবার শুধু ‘ভারত’! দেশের নাম বদল নিয়ে কি নির্দেশ দিল্লি হাই কোর্টের

Not "India", just "India"! Delhi High Court orders renaming of India

Truth of Bengal: দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ অথবা ‘হিন্দুস্তান’ করার দাবি আবারও আদালতের দরজায় পৌঁছেছে। দিল্লি হাই কোর্ট সম্প্রতি কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের আগের রায়ের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

সম্প্রতি দিল্লি হাই কোর্টে একটি আবেদন জমা পড়ে, যেখানে সংবিধানের প্রথম অনুচ্ছেদে ‘ইন্ডিয়া’ শব্দটি পরিবর্তন করে ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’ করার আর্জি জানানো হয়। আবেদনে উল্লেখ করা হয়, ‘ইন্ডিয়া’ নামটি ঔপনিবেশিক অতীতের প্রতিচ্ছবি বহন করে, যা মুছে ফেলার সময় এসেছে। আবেদনকারী জানান, দেশের জনগণ ‘ভারত’ নামের সঙ্গেই বেশি আত্মিকভাবে যুক্ত।

এই বিতর্ক অবশ্য নতুন নয়। ২০২০ সালের ৩ জুন, সুপ্রিম কোর্টও সংবিধানে ‘ইন্ডিয়া’ নাম বদলের প্রস্তাব দিয়েছিল, তবে তাতে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এবারের মামলায় অভিযোগ ওঠে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র কেন বিষয়টি আমলে নেয়নি। সেই পরিপ্রেক্ষিতেই বিচারপতি শচীন দত্তর বেঞ্চ কেন্দ্রকে দ্রুত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়।

এই বিতর্ক আরও উসকে ওঠে ২০২৩ সালের জি-২০ সম্মেলনের সময়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে ‘ইন্ডিয়া’ নয়, বরং ‘ভারত’ নাম ব্যবহার করা হয়। কেন্দ্র বিদেশি প্রতিনিধিদের পাঠানো নথিপত্রেও একই নাম ব্যবহার করে। এই ঘটনায় বিরোধী দলগুলি সরব হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্ট তখন কেন্দ্রকে নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই দিল্লি হাই কোর্টে নতুন করে মামলা দায়ের হয়।

দিল্লি হাই কোর্টের এই নির্দেশের পর এখন প্রশ্ন উঠছে, কেন্দ্র আদৌ কি ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ অথবা ‘হিন্দুস্তান’ করতে কোনো পদক্ষেপ নেবে? নাকি এই বিতর্ক রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ থাকবে? আপাতত কেন্দ্রের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে দেশবাসী।

Related Articles