দেশ

চিনে নয়া ভাইরাসের সংক্রমণ, সতর্ক ভারত, জানালো স্বাস্থ্য মন্ত্রক

New virus infection in China, India warns Health Ministry

Truth Of Bengal: পাঁচ বছর পরে করোনার মত সংক্রমনের দেখা মিলল চিনে। তাই এবার চিনের এই নয়া ভাইরাসের সংক্রমণে সতর্ক ভারত। চিনের পরিস্থিতির ওপর নজর রাখতে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বসানো হল মনিটরিং গ্রুপ।

জানা যাচ্ছে, চিনের এই নয়া ভাইরাসের ক্ষেত্রে নাক দিয়ে সর্দি, জল পড়া, হালকা জ্বর, ঘনঘন নিঃশ্বাস এই ধরনের সংক্রমণ বেশী  দেখা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত ভারতে এই নিয়ে চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

প্রসঙ্গত,সামাজিক মাধ্যমে চিনের এই ভাইরাস নিয়ে রীতিমত সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। সেই নিয়ে চিন জানিয়েছে, হাসপাতালগুলিতে ক্রমাগত ভিড় বেড়েই চলেছে। সেই বিষয়ে চিনের স্বাস্থ্য দপ্তর জানায়, হাসপাতালে ভিড় হয়েছে ঠিকই কিন্তু সেই নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের রোগ তাদের দেশে এই শীতকালেই দেখা গিয়েছে। তারা এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অন্য আরেকটি মাধ্যম বলেই জানিয়েছে।

তবে বিগত বছরের তুলনায় এবার এই ভাইরাসে সংক্রমণের হার বেশি দেখা গিয়েছে। তারা আরও জানায়, যারা এই ভাইরাস নিয়ে চিন্তিত তাদের চিন্তার কিছুই নেই। তাই এই নিয়ে চিনা সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

ভারতের ডিরেক্টর জেনারেল অফ হেল্থ সার্ভিসের ডিরেক্টর অতুল গোয়েল জানিয়েছেন, এইচএমপিভি চিনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে এটি একেবারেই সঠিক খবর। তবে ভারতের এই নিয়ে চিন্তার কোন কারণ নেই। আপাতত ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

প্রসঙ্গত, চিনে ব্যাপক পরিমাণে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি ছড়িয়ে পড়ছে। জানা যাচ্ছে, মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এই সংক্রমণের শিকার হচ্ছেন। এছাড়াও, ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাস্পাতালেও যাচ্ছেন।

Related Articles