দেশ

ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন মোড়! সোনিয়া-রাহুলকে নোটিস দিল্লির আদালতের

New twist in National Herald case! Delhi court issues notice to Sonia, Rahul

Truth of Bengal: ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন মোড়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী ও আরও কয়েকজন অভিযুক্তকে নোটিস পাঠিয়েছে। কয়েকদিন আগেই এই মামলায় প্রথমবারের মতো তাঁদের নামে চার্জশিট জমা দেয় ইডি (প্রবীণ তদন্তকারী সংস্থা)।

আদালতের তরফে জানানো হয়েছে, চার্জশিট গ্রহণের আগে অভিযুক্তরা যেন নিজেদের বক্তব্য পেশ করতে পারেন, সেই সুযোগ দেওয়া হবে। বিচারপতি বিশাল গোগনে বলেন, “বিচারপ্রক্রিয়ার যেকোনো ধাপে অভিযুক্তদের বক্তব্য রাখার অধিকার থাকা উচিত। এটিই প্রকৃত ন্যায়বিচার।”

গত ১৫ এপ্রিল ইডি যে চার্জশিট জমা দেয়, সেখানে সোনিয়া, রাহুল এবং স্যাম পিত্রোদার নাম রয়েছে। এতদিন তাঁদের নামে কোনও চার্জশিট জমা পড়েনি। এই প্রথমবার ইডি-র চার্জশিটে উঠে এল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নাম।

ন্যাশনাল হেরাল্ড মামলার সূত্রপাত ২০২১ সালে, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে। তাঁর দাবি ছিল, ইয়ং ইন্ডিয়া বেআইনিভাবে অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তি দখল করেছে। সোনিয়া ও রাহুল ছিলেন এই সংস্থার শেয়ারহোল্ডার। অ্যাসোসিয়েটেড জার্নাল থেকেই প্রকাশিত হত ন্যাশনাল হেরাল্ড পত্রিকা।

এই মামলায় ইডি ইতিমধ্যে কংগ্রেস নেতাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এবং ন্যাশনাল হেরাল্ডের অফিসেও তল্লাশি চালিয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

কংগ্রেসের বক্তব্য, পুরো মামলাটিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসার অংশ। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৮ মে।

Related Articles