দেশ

১ মে থেকে এটিএমে নয়া নিয়ম কার্যকর, অতিরিক্ত লেনদেনে বাড়ল ফি

New rules for ATMs effective from May 1, fees increased for additional transactions

Truth Of Bengal: এটিএম কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা। ১ মে অর্থাৎ আজ থেকেই বদল ঘটলো এটিএম সংক্রান্ত নিয়মে। এটিএম থেকে টাকা তুলতে গেলে এবার দিতে হবে অতিরিক্ত ফি। গ্রাহক চার্জে স্বচ্ছতা বৃদ্ধি এবং এটিএম নেটওয়ার্কে নমনীয়তা প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। এর ফলে, হোম ব্যাংক ছাড়া অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে গ্রাহকদেরকে ব্যয় করতে হবে আরও বেশি অর্থ, এমনটাই জানানো হয়েছিল।

হোম নেটওয়ার্কের বাইরে টাকা তোলার ক্ষেত্রে, লেনদেন প্রতি গ্রাহকদের ফি দিতে হতো ১৭ টাকা করে। ১ মে থেকে সেই ফি বেড়ে হল ১৯ টাকা। সেই সঙ্গে ব্যালেন্স চেকের ক্ষেত্রেও ৬ টাকা থেকে চার্জ বেড়ে হয়েছে ৭ টাকা। এক্ষেত্রে হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের দাবিকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মতানুসারে, দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে পরিচালন খরচ, তারপরও অপরিবর্তিত ছিল এটিএম লেনদেন ফি।

সেই দাবির ভিত্তিতেই ফি বৃদ্ধির প্রস্তাব দেয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যা পরবর্তী কালে অনুমোদন করেছে আরবিআই। তবে, বিনামূল্যে টাকা তোলার ক্ষেত্রে মেট্রো শহরগুলিতে প্রতি মাসে অন্য ব্যাংকের এটিএম থেকে ৫টি লেনদেন সম্ভব এবং নন-মেট্রো শহরে ৩টি লেনদেন পর্যন্ত সম্ভব। এই সীমার পর থেকে বাড়তি চার্জ প্রযোজ্য হবে বলেই জানা যাচ্ছে।

Related Articles