দেশ

আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নয়া পরিকল্পনা, উদ্ধারের লক্ষ্যে টানেল তৈরির

Uttarakashi

The Truth of Bengal: সিল্কিয়ারা ও দলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল উত্তরকাশির সুড়ঙ্গ। টানেলটির দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। তার মধ্যেই ১৫০ মিটার লম্বা এলাকা  ধ্বসের কবলে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় উত্তরকাশির পুলিশ প্রসাশন থেকে শুরু করে বিপর্যয় মোকাবিললা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল। শুরিু হয় উদ্ধার কাজ। এখনও সেখানে আটকে ৪১ জন শ্রমিক।

দেখতে দেখতে পার হয়েছে ১১ টা দিন। কবে তাদের উদ্ধার করা সম্ভব হবে তা নেয়ে একের পর এক জল্পনা তৈরি হচ্ছে। এই .পরিস্থিতিতেই অন্য একটি টানেল তৈরির কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেই টানেলের সাহায্যেই শ্রমিকদের উদ্ধার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে সেই প্রক্রিয়াও সময়সাপেক্ষ। কিন্তু সুড়ঙ্গে আটকে থাকা সকল শ্রমিকই সুস্থ রয়েেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার রাতেই তাদের জন্য সহজপাচ্য গরম খাবার পাঠানো হয়েছে, পাঁচ ইঞ্চির পাইপলাইনের মাধ্যমে। সেই খাবারের তালিকায় ছিল নিরামিশ পোলাও, মটর পনির ও মাখন মাখানো চাপাটি। ওই ৬ ইঞ্চির পাইপের মাধ্যমে তাদের জন্য পাঠানো হয়েছে ফলও। আপাতত আটকে থাকা ওই শ্রমিকদের সঙ্গে যোগাযোগের জন্য ৬ ইঞ্চির সেই পাইপই একমাত্র ভরসা।