দেশ

ভারতীয় রেলের নয়া উদ্যোগ, প্রশংসায় পঞ্চমুখ যাত্রীরা

New initiative of Indian Railways, Panchmukh passengers praise it

Truth Of Bengal: রাজধানী এক্সপ্রেসের পরিকাঠামো উন্নয়নে রেলের কড়া নজরদারি জারি রয়েছে। নতুন এলএইচবি রেক চালু হলো ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস-এ। এটিই উত্তর পূর্ব ভারতের প্রিমিয়াম ট্রেন  হওয়ায় এর পরিকাঠামো উন্নয়ের দিকে রেলের যথাযথ নজরদারি জারি। যাত্রীদের ভ্রমণে স্বাছন্দ ও ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধি করার লক্ষেই এই সিদ্ধান্ত রেলের।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে ঘোষণা করা হয়, ২০৫০৩ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের বিদ্যমান লিঙ্কে হফম্যান বুশ রেকটি প্রতিস্থাপন করা হচ্ছে একটি নতুন এলএইচবি রেক দিয়ে । যা কার্যকর হয় চলতি বছরেরই ১০ মে। জানা যায়, নতুন অভ্যন্তরীণ নকশা, নান্দনিকতা এবং নতুন সাসপেনশন সিস্টেম প্রদানে যাত্রীদের জন্য একটি মসৃণ এবং সুগম যাত্রা সুনিশ্চিত করবে নয়া এই অন্তর্ভুক্ত রেকটি।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব অঞ্চল এবং দেশের রাজধানীর মধ্যে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করে। বেশ কয়েক বছর ধরে পরিষেবায় থাকা ও সময়ের সাথে সাথে প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হওয়া রেকটিকে নতুনভাবে তৈরি এই রেকটি প্রতিস্থাপন করবে। নতুন রেকের  উন্নত রক্ষণাবেক্ষণের কারণে, সামগ্রিক কোচের নকশা ও প্রযুক্তি মূলত একই ধরণের বলে জানা যায়। ভারতীয় রেলওয়ের প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলিতে বিশ্বমানের ভ্রমণ সুবিধা প্রদানের এই উদ্যোগ অত্যন্তই প্রশংসনীয় যাত্রী মহলের কাছে।

Related Articles