দেশ

ভারতীয় রেলের নয়া উদ্যোগ: স্টেশন ও ট্রেনে মিলবে জরুরি ওষুধ ও চিকিৎসা পরিষেবা

New initiative of Indian Railways: Emergency medicines and medical services will be available at stations and trains

Truth Of Bengal: ভারতীয় রেল তাদের বিশাল নেটওয়ার্কে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে এক নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে দেশের সব রেলস্টেশন ও যাত্রীবাহী ট্রেনে থাকবে প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), নয়াদিল্লির বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দিয়েছে, প্রতিটি রেলস্টেশন ও যাত্রীবাহী ট্রেনে থাকা উচিত একটি ‘মেডিকেল বক্স’, যাতে থাকবে জীবন বাঁচানোর ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি।

এই বিষয়ে সম্প্রতি রাজ্যসভায় প্রশ্ন তোলেন এক সংসদ সদস্য। তিনি জানতে চান, রেল মন্ত্রক কি এ ধরনের জরুরি চিকিৎসাকেন্দ্র গঠনের জন্য কোনো সমীক্ষা চালিয়েছে? সেই সঙ্গে তিনি জানতে চান, কতজন রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তর দিয়ে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী AIIMS-এর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। তাদের সুপারিশ মেনেই রেলস্টেশন ও ট্রেনে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নির্দেশ জারি করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ট্রেনের টিকিট পরীক্ষক, গার্ড, স্টেশন মাস্টারসহ ফ্রন্টলাইন কর্মীরা প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত। নিয়মিত তাদের প্রশিক্ষণ পুনর্নবীকরণ করা হয়। এছাড়া, প্রতিটি রেলস্টেশনে স্থানীয় হাসপাতাল ও চিকিৎসকের নাম-নম্বরের তালিকাও রাখা হয়েছে। প্রয়োজনে রেলের অ্যাম্বুলেন্স বা স্থানীয় হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবহার করা হয়। এই উদ্যোগ যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান অনেকটাই উন্নত করবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

Related Articles