দেশ

বাংলায় আসছে নয়া বন্দেভারত, উদ্বোধনে প্রধানমন্ত্রী

New Bande Bharat is coming to Bengal, Prime Minister at the inauguration

The Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া: ভারতীয় রেলের তরফ থেকে হাওড়া শালিমার স্টেশনে ভারতীয় রেলের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হল মঙ্গলবার। এই কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলের দক্ষিণ পূর্ব শাখার শালিমার স্টেশনকে প্রান্তিক স্টেশনের রূপ দিতে চলেছে রেল।

এই স্টেশন কে হাওড়া স্টেশনের বিকল্প হিসাবে গড়ে তোলা হবে। মঙ্গলবার রাঁচি বেনারস বন্দেভারত ট্রেনের উদ্বোধন সহ ভারতীয় রেলের আধুনিককরণ এবং “এক স্টেশন এক পণ্য” দোকানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলায় যে বন্দেভারত ট্রেন চলে সেই ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য শালিমার স্টেশনে আধুনিক রেল ইয়ার্ড তৈরি করা হবে। তার জন্য চারটি অতিরিক্ত লাইন তৈরি হতে চলেছে।

মঙ্গলবার তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী । ওই স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার রাজা সান্যাল জানান স্টেশনে দুটি দোকানের উদ্বোধন করা হয়। বাংলার যে হস্তশিল্প সেটিকে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে স্থানীয় শিল্পীদের উন্নতির লক্ষ্যে এই দোকান। তিনি আরো বলেন শালিমার স্টেশনের কাজ পুরোপুরি শেষ হলে ওই এলাকার অর্থনৈতিক চেহারা আমূল বদলে যাবে।

FREE ACCESS

Related Articles