দেশ

পহেলগাঁও হামলার পরেই মোদীকে ফোন নেতানিয়াহু-ম্যাক্রোঁ- মেলোনির

Netanyahu, Macron, Meloni call Modi after Pahalgaon attack

Truth of Bengal: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র নিন্দা । ২৮ জন নিরীহ পর্যটকের মৃত্যুতে ক্ষুব্ধ বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান একযোগে এই হামলার নিন্দা করেছেন এবং ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রক দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয়। বৃহস্পতিবার এক বিশেষ বৈঠকে অন্তত ২০টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকা, চিন, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, জাপান, পোল্যান্ড, ফ্রান্স-সহ একাধিক গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধিরা। প্রায় ৩০ মিনিট ধরে ওই বৈঠকে পহেলগাঁও হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বৈঠকের পরে একে একে ফোন করতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সান্ত্বনা জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা দেন। তিনি জানান, এই ধরণের নৃশংস হামলা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। একইভাবে ফোন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনিও ভারতের পাশে থাকার আশ্বাস দেন এবং হামলার তীব্র নিন্দা জানান।ফোন করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডানের রাজা আবদুল্লা-ও। সকলেই ভারত সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের বার্তা দেন।

এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেছিলেন। হামলার পরে, মার্কিন বিদেশ দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে জানায়, এই নৃশংস হামলার কঠোরতম ভাষায় নিন্দা করছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই হামলার জন্য দায়ীদের দ্রুত বিচার এবং কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন। বলা বাহুল্য, ২২ এপ্রিল পহেলগাঁওতে  বৈসরান উপত্যকায় একদল সন্ত্রাসী ২৮ জনের মৃত্যু হয়েছে।  যাদের বেশিরভাগই পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ এই হামলায় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড়।

 

Related Articles