দেশ

ফের নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! ওড়িশা বিশ্ববিদ্যালয়ে শোরগোল

Nepali student's mysterious death again! Uproar at Odisha University

Truth Of Bengal: তিন মাসের মধ্যে ফের ওড়িশার কলিঙ্গ শিল্পপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কেআইআইটি) থেকে উদ্ধার হল নেপালি ছাত্রীর দেহ। হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। তবে কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে তা এখন স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলের ঘর থেকে  ঝুলন্ত অবস্থায় তরুণীর দেহটি উদ্ধার হয়েছে। মৃত ওই ছাত্রী কম্পিউটার বিজ্ঞান শাখার স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বীরগঞ্জের বাসিন্দা। খবর দেওয়া হয়েছে মৃতা ছাত্রীর মা-বাবা এবং নেপালের দূতাবাসকে। দেহ ভুবনেশ্বরের এইমসে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে সামনে আসেনি নেপালি নিহত ছাত্রীর পরিচয়।

ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার সুরেশ দেব দত্ত সিং জানিয়েছেন,’ওড়িশার কলিঙ্গ শিল্পপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক নেপালি ছাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা তা এখন স্পষ্ট নয়। উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট। হোস্টেলের অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সেখানে পৌঁছে বিষয়টি তদন্ত করেছি। স্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’ তবে নেপালি ছাত্রীর মৃত্যুর পরেও এখন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া।

এই ঘটনায় ওড়িশার কলিঙ্গ শিল্পপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন। বলা বাহুল্য, এরআগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় এক ছাত্রীর দেহ। এরপরই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন নেপালি ছাত্রছাত্রীরা।  এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের ফের একই ধরনের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিক্ষোভ ছড়াতে পারে বলে অনুমান করছে পুলিশ। তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Related Articles