প্রশ্ন ফাঁসের কারণে নিট-ইউজি কাউন্সেলিং স্থগিত

The Truth of Bengal : প্রশ্ন ফাঁসের কারণে নিট- ইউজি কাউন্সেলিং স্থগিত হয়ে গেল। এই কাউন্সেলিং কবে হবে তা পরবর্তীতে কর্তৃপক্ষ জানিয়ে দেবে। বিজ্ঞপ্তি আকারে এমনটাই জানানো হয়েছে। এই নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। আজ থেকে কাউন্সেলিং হওয়ার কথা ছিল।
NEET UG counselling deferred until further notice: Official sources pic.twitter.com/VVMvpGwDDH
— ANI (@ANI) July 6, 2024
ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট – স্নাতক ২০২৪-এর কাউন্সেলিং রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা ছিল। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) দ্বারা কাউন্সেলিং শুরু হওয়ার কথা। NEET UG 2024 কাউন্সেলিং- এর প্রথম চার রাউন্ডের সমাপ্তির পরে, খালি আসনগুলি পূরণ করার কথা। কাউন্সেলিং এর অতিরিক্ত রাউন্ড হতে পারে। আসন খালির উপর নির্ভর করে রাউন্ডের সংখ্যা আরও বাড়নো হয়। তবে নিট কেলেঙ্কারির প্রেক্ষিতে এবার সমস্ত প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। এমন কী কাউন্সেলিং হওয়ার নির্দিষ্ট দিন ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেল। সুপ্রিম কোর্টে নিট কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে। মামলার শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তাদের বক্তব্য পেশ করে। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের বক্তব্য, কাউন্সেলিং প্রক্রিয়াটি ‘ওপেন অ্যান্ড শাট’ প্রক্রিয়া নয়। উল্লেখ্য, গত ৫ই মে পরীক্ষা বাতিল করার আবেদনের ভিত্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কেন্দ্র এবং অন্যদের নোটিশ জারি করে।