পরীক্ষার আগেই আত্মঘাতী নিট পরীক্ষার্থী, শোকাহত পরিবার
NEET candidate commits suicide before exam, family mourns

Truth Of Bengal: রবিবার দেশের ৫ হাজার ৪৫৩টি সেন্টারে নিট পরীক্ষা। আর এই পরীক্ষা শুরুর আগেই কোটায় আত্মহত্যা করলেন নিট পরীক্ষার্থী। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ছাত্রীর বয়স ১৮ বছরের কম। তিনি মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে কোটায় তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সেখানেই একটি কোচিং সেন্টারে নিট-ইউজির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার তাঁর নিট পরীক্ষা দেওয়ার কথা ছিল।
এর আগেই শনিবার সন্ধ্যায় নিজের ঘরের লোহার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। কোথায় সমস্যা ছিল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কি কারণে ওই নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেন তা এখনও স্পষ্ট নয়। ওই ছাত্রীর পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, রাজস্থানের কোটায় ডাক্তার- ইঞ্জিনিয়ার তৈরি হয়। আর সেই মোহতেই সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে পড়ুয়ারা নিট এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকার প্রস্তুতি নিতে এই কোটা শহরে আসেন। এখানে থেকে পড়াশোনা করেন। সেই পড়াশোনার চাপের কারণেই অনেকে চরম পদক্ষেপ নেয় বলে অভিযোগ।
চলতি বছরের জানুয়ারি থেকে এ বছর কোটায় কোনও কোচিং পড়ুয়ার আত্মহত্যার ১৪তম ঘটনা এটি। ২০২৪ সালে কোটায় কোচিং শিক্ষার্থীদের দ্বারা আত্মহত্যার মোট ১৭ টি ঘটনা জানা গেছে। ২০২৩ সালে ২৩ জনের আত্মহত্যার অভিযোগ নথিভুক্ত হয়েছিল। তারপর থেকেই কড়া পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। পড়ুয়াদের বেশি চাপ না দেওয়ার জন্য সর্তক করা হয়। কিন্তু তাতেও রাজস্থানের কোটায় পড়ুয়া মৃত্যু অব্যাহত।