দেশ

রাজ্যসভায় ম্যাজিক ফিগার ছুঁল এনডিএ জোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২

NDA alliance reaches magic figure in Rajya Sabha, wins 12 unopposed

Truth Of Bengal : রাজ্য বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এনডিএ জোট। ৯ বিজেপি প্রার্থী এবং দুই NDA জোটসঙ্গী নির্বাচিত হলেন। এর ফলে রাজ্যসভায় এনডিএ জোটের বর্তমান ম্যাজিক ফিগার ১১৯ এ পৌঁছে গেল। এর মধ্যে রাজ্যসভায় বিজেপির সদস্য দাঁড়াল ৯৬, এনডিএ সদস্য সংখ্যা ১১২। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন দুই এনডিএ শরিক NCP এবং রাষ্ট্রীয় লোক মঞ্চের প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২ জন সদস্যর মধ্যে একজন কংগ্রেস প্রার্থী। এর ফলে বিরোধী সদস্যর সংখ্যা কমে দাঁড়াল ৮৫।

রাজ্য বিধানসভায় মোট আসন ২৪৫।বর্তমানে ২৩৭ জন সদস্য রয়েছে রাজ্যসভায়। এখনও ৮ আসন ফাঁকা রয়েছে । যার মধ্যে চারটি আসন জম্মু ও কাশ্মীরের জন্য এবং বাকি চারটি মনোনীত সদস্যদের জন্য সংরক্ষিত।বর্তমানে মোট ১১৯ জন সদস্য যার মধ্যে  ৯ বিজেপি প্রার্থী এবং দুই এনডিএ জোটসঙ্গীর কারনে বর্তমানে শাসক শিবির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ১১৯ জন সদস্য নিয়েও বিজপি রাজ্যসভায় বিল পাশের ক্ষেত্রে নিশ্চিন্ত হত পারবেন না। কারন রাজ্যসভায় এখনও ৮ আসন ফাঁকা রয়েছে।

যার মধ্যে চারটি আসনে কাশ্মীর থেকে বিরোধী প্রার্থী নির্বাচিত হয়ে এলে পালটে যাবে অঙ্ক। ফলে শরিক নির্ভরতার আশঙ্কা কাটছে না গেরুয়া শিবিরের। যদিও বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির, রয়েছে  এনডিএ জোটের কাছে। ফলে রাজ্যসভায় আটকে যেতে পারে ওয়াকফ বোর্ডের ক্ষমতার মতো বিল।

Related Articles