দেশ

কর্মী ছাঁটাইয়ের পরই দিল্লির স্পেস এক্সপ্লোরেশন সামিটে অনুপস্থিত নাসা

NASA absent from Delhi's Space Exploration Summit due to staff layoffs

Truth Of Bengal: বিশ্বের বৃহত্তম মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকার নাসা। কিন্তু এখন সেখানেই চলেছে বিষাদের সুর। কারণ কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে নাসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি- এর নির্দেশে এই ছাঁটাই করা হচ্ছে বলে খবর। এই সিদ্ধান্তের কারণে, নাসাকে প্রধান বিজ্ঞানীর অফিস এবং প্রযুক্তি, নীতি ও কৌশল অফিস-সহ বেশ কয়েকটি বিভাগ বন্ধ করতে হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্সে (জিএলইএক্স -২০২৫) অনুপস্থিত ছিল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসার নভোচারী এবং বিজ্ঞানীরা।

যেখানে ৩৭টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন সেখানেই অনুপস্থিত নাসা। তবে কি কারণে বিশ্বের বৃহত্তম মহাকাশ গবেষণা সংস্থা এই সম্মেলনে যোগ দিল না তা নিয়ে মেলেনি কোন প্রতিক্রিয়া। সেইসঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান ভি নারায়ণন মার্কিন মহাকাশ সংস্থা সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় ট্রাম্প আসতেই মহাকাশ সংস্থার বাজেট ২৪.৩ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন। সেইকারণেই গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্সে অনুপস্থিত ছিল নাসা।

উল্লেখ্য, নাসায় এই ছাঁটাই প্রেসিডেন্টর বিশেষ নির্দেশের অংশ। যার লক্ষ্য ফেডারেল সংস্থাগুলিকে আরও দক্ষ করে তোলা। এই পুরো বিষয়টি মার্কিন অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট এবং অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। আর তাতেই সরকারি পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে নাসা কর্মী এবং সম্পদ সীমিত  করছে। চলতি বছর মার্চ মাসে হোয়াইট হাউস নাসায় বড় আকারে কর্মী ছাঁটাই রোধ করার সিদ্ধান্ত নেওয়ার পরেই এই ছাঁটাই সামনে আসতেই অবাক সকলে।  এই আবহে এবার জিএলইএক্স সম্মেলনে উপস্থিত থাকল না নাসা।

Related Articles