দেশ

আমেরিকা সফরে নরেন্দ্র মোদী, যোগ দেবেন রাষ্ট্রপুঞ্জের সভাতেও

Narendra Modi will attend the United Nations meeting during his visit to America

Truth Of Bengal: চলতি মাসের শেষের দিকে আমেরিকা সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তৃতীয় বারের প্রধানমন্ত্রীর আসনে বসার পরেই নরেন্দ্র মোদীর মস্কো সফর নিয়ে উত্তাল হয়েছিল সংশ্লিষ্ট ভূ-রাজনীতি। এরপরে আট ঘন্টার ইউক্রেন সফরে গিয়েছিলেন মোদী এবং সেখানে পৌঁছেই কূটনৈতিক ভারসাম্য সামলেছেন প্রধানমন্ত্রী। আর এবারে সেই ভারসাম্যকে আরও সামনের সারিতে  এগিয়ে দিতে আমেরিকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন মোদী।

জানা যাচ্ছে, আমেরিকায় পৌঁছে গিয়েই তিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেবেন। এখানেই শেষ নয়,আমেরিকা-সহ বিশ্বের অন্য বড় দেশের নেতাদের সাথেও তিনি দেখা করবেন। সেখানে প্রবাসী ভারতীয়দের বিরাট সম্মেলনের জন্য আয়োজনের প্রস্তুতি চলছে জোরকদমে। ২২ তারিখ ‘মোদী অ্যান্ড ইউএস প্রোগ্রেস টুগেদার’— এই বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে দেখা যাবে নিউ ইয়র্কে। ইতিমধ্যেই ২৪ হাজার ভারতীয় বংশোদ্ভূত  নিউ ইয়র্কের ওই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা সেরেছিলেন মোদী। তাঁদের কথায় রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়টি উঠে আসে। এমনকি মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফরের কথাও উঠে আসছে তাঁদের আলোচনার মাধ্যমে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা চলবে। ২৬ সেপ্টেম্বর ওই সভায় মোদীকে বক্তব্য রাখতে দেখা যাবে। মোদীর বক্তব্যে উঠে আসতে পারে কোভিড পরবর্তী আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার পুনরুদ্ধার, সার, খাদ্য ও জ্বালানির নিরাপত্তা, দক্ষিণের রাষ্ট্রগুলির দুর্দশা কাটিয়ে ওঠার জন্য প্রথম বিশ্বের সহযোগিতার দিকটি। এর সাথে চলতি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংঘাতের দিকগুলি নিয়েও মোদীর বক্তব্যে ঠিক কি উঠে আসে, সেই বিষয়টির ওপরেও নজর থাকবে।

Related Articles