জঙ্গিদের সঙ্গে গুলির লড়ায়ে নদিয়ার শহীদ ঝন্টু আলী শেখ, বিচারের দাবিতে পরিবার
Nadia's Jhantu Ali Sheikh martyred in gunfight with militants, family demands justice

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে তাদেরকে বেছে বেছে মারতে হবে- দাবি জঙ্গিদের সঙ্গে গুলির লড়ায়ে শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের। নদিয়ার তেহট্ট পাথরঘাটার বীর সৈনিক ঝন্টু আলী শেখের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে এখন শোকস্তব্দ। জানা যায় গতকাল কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ। উল্লেখ্য দুই দিন আগে কাশ্মীরের পেহেলগাও তে আচমকা হামলা চালায় পাকিস্তানি কিছু জঙ্গি।
অভিযোগ ওঠে বেছে বেছে এক নির্দিষ্ট সম্প্রদায়ের পর্যটকদের গুলি করে হত্যা করে তারা। জঙ্গি আক্রমণে প্রায় ২৬ জনের মৃত্যু হয়। যার মধ্যে এই বাংলাতেও রয়েছে তিনজন। এরপরই ভারতীয় সেনাদের তরফে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয়। চলে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। সেখানেই জঙ্গিদের ছড়াগুলিতে শহীদ হন বীর সৈনিক ঝন্টু আলী শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তার দুই সন্তান রয়েছে। ২০০৮ সালে ভারতীয় সেনা হিসেবে যোগদান করেন তিনি। এবং তার বড় দাদাও ভারতীয় সেনাতে কর্মরত। জানাযায় পরিবার নিয়ে আগ্রাতেই থাকতেন তিনি। কিছুদিন আগেই তার কাশ্মীরে পোস্টিং হয়। পেহেলগাও এর ঘটনার পর পাল্টা আক্রমণের সময় তার মৃত্যু হয়। বর্তমানে ভারাক্রান্ত গোটা পরিবারসহ গোটা এলাকা।
সকলেই চাইছেন যে সমস্ত ভারতীয় দালালরা এই পাকিস্তানি জঙ্গিদের মদত দিয়েছে তাদের আগে বেছে বেছে মারতে হবে। পাশাপাশি পাকিস্তানি জঙ্গিদের নিপাত করতে হবে। এদিন সকালে নদিয়া জেলা প্রশাসনের তরফেও এক প্রতিনিধন নিহত ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন।
নিহত সৈনিক ঝন্টু আলী শেখের মামা নাজির শেখ বলেন, তাঁর দেহ কখন আসবে তার অপেক্ষায় আছেন তারা। কী করে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করে এই আক্রমণ চালালো। সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি বলেন যাদের মধ্যতে জঙ্গীরা এই হামলা চালিয়েছে তাদেরকেও রেহাই দেওয়া চলবে না।