দেশ

ভোট কিনতে টাকা, মদ বিলি বিজেপি! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Mp Vote On Kamal Nath

The Truth of Bengal: মধ্যপ্রদেশের ২৩০টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে । এই রাজ্যে বিগত প্রায় ১৮ বছর ধরে শাসন করছে বিজেপি। গত নির্বাচনে কংগ্রেস মধ্যপ্রদেশ দখল করলেও সরকার ভাঙিয়ে ফের মসনদে বলেছিল গেরুয়া শিবিরই।এই আবহে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার কঠিন লড়াইয়ের মুখে পদ্ম বাহিনী। বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলনাথের মধ্যে মূলত লড়াই সেই রাজ্যে। প্রসঙ্গত মধ্যপ্রদেশে সরকার গড়তে মরিয়া কংগ্রেস-বিজেপি দুদলই।

নির্বাচন শুরু হতে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগের তীর বিরোধী দলগুলির। বিস্ফোরক অভিযোগ করেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তার অভিযোগ নির্বাচনের আগের দিন ভোটারদের মধ্যে টাকা ও মদ বিলি করেছেন বিজেপির কর্মীরা। সেই ঘটনার বেশ কিছু ভিডিও এসেছে তাঁর হাতে।অন্যদিকে, নির্বাচনের দিন কংগ্রেস প্রার্থী তথা কমল নাথের পুত্র নকুল নাথকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, বারইপুরা এলাকায় একটি বুথে ঢুকতে চেয়েছিলেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তাঁকে বাধা দেন বিজেপি কর্মীরা। তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। এছাড়াও মধ্যপ্রদেশের কয়েকটি বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। আহত হয়েছেন এক ব্যক্তি। যদিও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানান, শান্তিপূর্ণ ভোট হচ্ছে।  অভিযোগ পাল্টা অভিযোগের পরে মধ্যপ্রদেশের মসনদ কার দখলে থাকে সেটাই এখন দেখার।

Related Articles