দেশ

মেয়ের আপত্তিকর ছবি-ভিডিও পোস্ট করতেন মা, গ্রেফতার অভিযুক্ত

Mother used to post objectionable pictures and videos of daughter, accused arrested

Truth Of Bengal: নিজের মেয়ের পোশাক বদলানোর ছবি, ভিডিও গোপনে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মা। এমনই অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে পুণেতে। পুণে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা এই সমস্ত ছবি ভিডিও পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুদেরও পাঠাতেন। এই ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে আসতেই সমগ্র মহারাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

পুলিশ সূত্রে খবর, অষ্টম শ্রেনীর ছাত্রী ওই কিশোরী। অভিযোগ, গোপনে তার স্নান ও পোশাক বদলের ছবি, ভিডিও তুলতেন তার মা। গোপনে দীর্ঘদিন ধরেই এই কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত। জানা যায়, প্রথমে এক আত্মীয়র ফোনে এই ছবি দেখতে পায় কিশোরী। তারপরই নিজের মায়ের বিরুদ্ধে দায়ের করে অভিযোগ। এই ঘটনা পুনে ভিবড়েওয়াড়ি এলাকার।

পুলিশ আরও জানতে পারে, অভিযুক্ত মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বাড়িওয়ালার সঙ্গে। সেই সম্পর্কের কথা জেনে ফেলেছিল তার মেয়ে। তাই মেয়ে যাতে এই খবর বাইরে ছড়িয়ে না দেয় সেই কারণেই মেয়েকে ভয় দেখাতে মেয়ের এই আপত্তিকর ছবি, ভিডিও তোলার পরিকল্পনা নিয়েছিলেন তিনি। তবে মেয়ের তরফ থেকে থানায় মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে, প্রেমিককে সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন ওই মহিলা। তবে শেষরক্ষা হয়নি। পুলিশ দ্রুত তল্লাশি অভিযান শুরু করে দুজনকেই গ্রেফতার করে।

Related Articles