ভাগ্নের সঙ্গে পালালেন তিন সন্তানের মা, খোঁজ করলে স্বামীকে কেটে ড্রামে ভরার হুমকি!
Mother of three elopes with nephew, threatens to cut husband and put him in drum

Truth of Bengal: মুজফ্ফরনগরের জানসঠ এলাকার তিসঙ্গ গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রেমের টানে নিজের থেক ১০ বছরের ছোট ভাগ্নেকে নিয়ে পালালেন তিন সন্তানের মা। রীতা নামে ওই মহিলা তার স্বামী সোনুকে হুমকি দিয়ে বলেন, “যদি তুমি আমাদের খোঁজ করো বা পেছনে পড়ো, তাহলে তোমাকে মেরঠের ‘নীল ড্রাম’ ঘটনার মতো কেটে ড্রামে ভরে ফেলব।” এই হুমকি শুনে স্বামী সোনু ভয়ে কেঁপে ওঠেন।
मुजफ्फरनगर: भांजे के साथ मामी घर से फरार, मामा ने लगाया आरोप
मामा ने अपने भांजे पर मामी को भगाने का आरोप लगाया
पीछा करने पर नीले ड्रम में भरकर मारने की धमकी दी गई
पीड़ित ने SSP कार्यालय पहुंचकर मदद की गुहार लगाई
पीड़ित ने एसएसपी से सुरक्षा की भी अपील की
घटना जानसठ कोतवाली के… pic.twitter.com/m18niteMsL— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) April 18, 2025
সোনু জানান, গত ১৯ তারিখে তিনি ও তাঁর ৩৫ বছর বয়সী স্ত্রী রীতা মাঠে কাজ করছিলেন। দুপুরে রীতা বুকে ব্যথার অভিযোগ করলে সোনু তাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার মাঠে ফিরে যান। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন, রীতা নিখোঁজ।
পরে জানা যায়, রীতা নিজের চেয়ে ১০ বছর ছোট ভাগ্নে মনুকে নিয়ে পালিয়েছেন। মনু একজন মজুর এবং মদ্যপ বলেও অভিযোগ করেছেন সোনু।
সোনুর অভিযোগ, রীতা ঘর থেকে প্রায় ৪০ হাজার টাকা এবং সোনাদানা নিয়ে গেছেন। পাশাপাশি, যাওয়ার আগে ওই ভয়াবহ ‘নীল ড্রাম’ কাণ্ডের মতো হুমকি দিয়ে গিয়েছেন।
সোনু জানান, তিনি গত এক মাস ধরে থানায় ও বিভিন্ন কর্মকর্তার কাছে ঘুরছেন, কিন্তু কেউই তাঁর কথা শুনছে না। শেষ পর্যন্ত তিনি এসএসপি অফিসে গিয়ে লিখিতভাবে আবেদন করেন এবং নিজের ও সন্তানদের নিরাপত্তার দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং খুব শিগগিরই রীতা ও মনুকে খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয়, কবে নাগাদ এই রহস্যজনক পালানোর পর্দা ফাঁস হয় এবং নির্যাতিত পরিবার ন্যায় পায়।