দেশ

নতুন বছরের প্রথম দিনেই কৃষকদের জন্য বড় উপহার মোদী সরকারের

Modi government's big gift for farmers on the first day of the new year

Truth of Bengal: নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেছে মোদী সরকার। পঞ্জাব ও হরিয়ানায় চলমান কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার সারের দাম নিয়ন্ত্রণ থেকে ফসল বিমা যোজনায় বরাদ্দ বৃদ্ধির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের স্বার্থে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাসায়নিক সার ডি-অ্যামোনিয়াম ফসফেটের (DAP) সহজলভ্যতা নিশ্চিত করতে ৩৮৫০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি ৫০ কেজি ডিএপি সারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে মাত্র ১৩৫০ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা

আন্তর্জাতিক বাজারে ডিএপি সারের দাম বর্তমানে ৩০০০ টাকারও বেশি। খোলা বাজারের তুলনায় প্রায় অর্ধেক দামে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই ভর্তুকির ব্যবস্থা করেছে।

ফসল বিমা যোজনায় বরাদ্দ বৃদ্ধি

কৃষকদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ বৃদ্ধি করে ৬৯,৫১৫ কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে ৮০০ কোটি টাকা প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আরও ৮২৪.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কৃষক আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি। যদিও এই দাবি পুরোপুরি মেনে নেওয়া হয়নি, তবে সারের দাম কমানো এবং বরাদ্দ বৃদ্ধিতে কৃষকরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে

Related Articles