দেশ

নবীন পট্টনায়েককে ‘বন্ধু’ সম্বোধন মোদির              

Modi calls Naveen Patnaik 'friend'

The Truth of Bengal: ২০১৯ সালে ওড়িশার লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে হয়েছিল। সেই সময় লোকসভা নির্বাচনে ওড়িশার ২১টি আসনের ৮টি জিতে নিয়ে নবীনের দলকে কড়া টক্কর দিয়েছিল বিজেপি। অপরদিকে বিজেডি জিতেছিল ১২টি আসনে। তবে ১৪৭ আসনের বিধানসভায় ১১৭ আসন পেয়েছিল বিজেডি। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তবে সেই বন্ধুত্বের বন্ধন ছিন্ন করে বিগত দেড় দশক ধরে তিনি একলাই চলেছেন। তবে কখনও মোদীর বিরুদ্ধে তেমন ভাবে ঝাঝাঁলো আক্রমণ শোনা যায়নি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কণ্ঠে।

তবে কি এবার পুরনো বন্ধুর সঙ্গে হাত মেলাতে চলছেন নবীন পট্টনায়েক? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এক মন্তব্যের পর তুঙ্গে উঠেছে সেই জল্পনা। শনিবার ওড়িশার সম্বলপুরে IIM-এ এক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ের দুইজনের। দিল্লিতে বিজু জনতা দল তথা BJD-কে বিজেপির ঘনিষ্ঠ দল বলেই চিহ্নিত করা হয়। তবে ওড়িশার রাজনৈতিক পরিসরে BJD-BJP একে অপরের প্রতিপক্ষ। গত নির্বাচনেও একে অপরের বিরুদ্ধে জোর লড়াই হয়েছিল।

তবে সেই প্রতিপক্ষ দলকেই মোদী এবার ‘বন্ধু’ আখ্যা দিতেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জল্পনা তবে কি এবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা নির্বাচনের ময়দানে লড়াইয়ে নামছে বিজেডি? অবশ্য, বিজু জনতা দল যদি এনডিএ-র সঙ্গে যোগ দেয়, তাহলে হয়ত খুব বেশি অবাক হবে না কেউই। কারণ বিগত বেশ কয়েক মাস ধরেই দুই দলের ‘রসায়ন’ সেদিকেই ইঙ্গিত করেছে। এই আবহে শনিবার আইআইএম সম্বলপুর থেকে ওড়িশায় ৬৮ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই নবীনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করেন মোদী। জবাবে নবীন পট্টনায়েকও মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন।

Related Articles