ভোরের অন্ধকারে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের, কড়া জবাব সেনার
Militants tried to infiltrate in the darkness of dawn, the army responded harshly

The Truth Of Bengal : আবার জঙ্গি হামলা উপত্যকায়। সোমবার রাজৌরির সেনা পিকেটের পর মঙ্গলবার ভোরে বাট্টাল সেক্টরে হামলা হয়েছে জওয়ানদের ওপর। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর তিনটে নাগাদ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি। জম্মুর বাট্টাল সেক্টর পার করে অনুপ্রবেশের করে। সঙ্গে সঙ্গে গুলি চালায় সেনা। পাল্টা গুলিচালায় জঙ্গিরাও। দুই পক্ষের তুমুল গুলিড় লড়াই চলে। গোটা এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।
এই নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে ফের সেনার ওপরে জঙ্গি হামলা হল কাশ্মীরে। উপত্যকার সন্ত্রাসদমন নিয়ে সেনা কর্তাদের সঙ্গে গত রবিবার আলোচনা করেছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। পরদিন সোমবার থেকে সেনাকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা। গত সোমবার রাজৌরির সেনা পিকেটের পর মঙ্গলবার ভোরে বাট্টাল সেক্টরে হামলা হয়েছে জওয়ানদের ওপর।
চলতি বছরে টানা জঙ্গি হামলা হয়ে চলেছে। গত ১ জানুয়ারি থেকে কাশ্মীরে জঙ্গি হামলায় সেনার এক মেজর-সহ ১২ জন নিরাপত্তারক্ষী এবং ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জঙ্গি হামলা হলেও সেনা প্রতিবার উপযুক্ত জবাব দিয়েছে। জঙ্গি মোকাবিলায় জিরো টালারেন্স নীতি নিয়ে চলছে সেনা। উপত্যকা থেকে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে কোনও আপস করছে নিরাপত্তা বাহিনী। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী নিজে গিয়ে কাশ্মীরে জঙ্গি মোকাবিলার স্ট্র্যাটেজি ঠিক করে এসেছেন। আগামিদিনে জঙ্গি হামলা অনুপ্রবেশের ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত সেনা।