ঝাঁসির মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ শিশু
Massive fire breaks out at Jhansi Medical College, 10 children die of burns

Truth Of Bengal: উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ফলে শিশুবিভাগের দুটি ইউনিট পুড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১০টি শিশু প্রাণ হারিয়েছে।
জেলাশাসক অভিনাশ কুমার জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে অধিকাংশ শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার সময় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তৎপর হয়ে রোগীদের জানলা দিয়ে বের করতে সহায়তা করেন। পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশও উদ্ধারকার্যে অংশ নেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ঝাঁসি মেডিক্যাল কলেজের NICU ওয়ার্ডে আগুন লেগে শিশুমৃত্যুর ঘটনা হৃদয়বিদারক ও মর্মান্তিক। প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
Uttar Pradesh CM Yogi Adityanath tweets, ” The death of children in an accident that occurred in the NICU of the medical college located in Jhansi district is extremely sad and heartbreaking. The district administration and concerned officials have been instructed to speed up… pic.twitter.com/JIEWdCrNwK
— ANI (@ANI) November 15, 2024