দেশ
Trending

জামিন মিলল না মনীশ সিসোদিয়ার, হেফাজতের মেয়াদ বৃদ্ধি ৩০ মে পর্যন্ত

Manish Sisodia denied bail, custody extended till May 30

The Truth Of Bengal: জামিন মিলল না দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। তাঁর  বিচার বিভাগীয় হেফাজত আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক কাবেরি বাওয়েজা সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ান। এদিন সিসোদিয়ায় বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হন। মামলার শুনানিতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

প্রথমে সিবিআই ও পরে আবগারি মামলায় গ্রেফতার করেছিল সিসোদিয়াকে। পরে এই মামলায় গ্রেফতার হন দিল্লিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন তিনি জামিনে মুক্ত। তবে জামিনের আবেদন করা হলেও দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার সেই প্রার্থনা শোনেনি আদালত।

মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের বিরোধিতা করার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় বিচার বিলম্বিত করার জন্য অভিযুক্তদের সমন্বিত প্রচেষ্টা ছিল। ইডি জানিয়েছে, খুব শীঘ্রই একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে।

Related Articles