আয়কর কাঠামোয় বিরাট সংস্কার, বাতিল হল ‘অ্যাঞ্জেল ট্যাক্স’
Major reforms in income tax structure, 'angel tax' abolished

The Truth Of Bengal: বাজেটে আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ এর আগে ৫০ হাজার টাকা বাদ যেত। এবার তা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। শুধু তাই নয়, পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল।
নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না।
এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, ৫৮ শতাংশ করদাতা নতুন কর কাঠামোয় কর জমা করেছেন। এবার ইনকাম ট্যাক্স আইন আরও সহজ করার কথা ভাবছে মোদি সরকার। ট্যাক্সের নিয়মকানুনও সহজ হবে। সরলীকরণ করা হবে টিডিএসের নিয়মও। বাজেট পেশের সময় জানান নির্মলা।
এবারের বাজেটে আর একটি উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে। সমস্ত শ্রেণির বিনিয়োগকারীদের জন্য ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ বাতিল করা হয়েছে। স্টার্টআপ সংস্থাগুলি ১৯৬১ সালের আয়কর আইনে আরোপিত এই ট্যাক্সের বিলুপ্তি বা সম্পূর্ণ সংশোধনের দাবি করে আসছিল। এই করটি এতটাই বিতর্কিত যে, বেশ কয়েকজন প্রথম সারির অর্থনীতিবিদ এবং উদ্যোগপতি এই বছরের বাজেটের আগে এই কর অপসারণের দাবিতে জোরালো সওয়াল করেন৷ সেই দাবি মেনে হল বাজেতে। ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ বাতিল বলে ঘোষণা করা হয়েছে।