দেশ

মহাকুম্ভ হল ঐক্য, সাম্য ও সম্প্রীতির সঙ্গম, বললেন মোদি

Mahakumbh is a confluence of unity, equality and harmony, says Modi

Truth Of Bengal: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মহাকুম্ভকে ঐক্য ও সাম্যের একটি অসাধারণ সঙ্গম। তিনি বলেন, হাজার বছর ধরে চলে আসা এই ঐতিহ্যে কোথাও কোনও বৈষম্য ও জাতপাত নেই। অল ইন্ডিয়া রেডিওতে প্রতি মাসে সম্প্রচারিত রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১১৮তম পর্বে এবং ২০২৫ সালের প্রথম পর্বে তিনি মহাকুম্ভে যুবকদের ক্রমবর্ধমান অংশগ্রহণের কথাও উল্লেখ করেছেন।

মোদি বলেন, তরুণ প্রজন্ম যখন গর্বিতভাবে তার সভ্যতার সঙ্গে যুক্ত হয়, তখন তার সভ্যতার শিকড় শক্তিশালী হয় এবং তারপরে তার সোনালী ভবিষ্যতও নিশ্চিত হয়। এ সময় প্রধানমন্ত্রী ২৫ জানুয়ারি পালিত জাতীয় ভোটার দিবসের কথাও উল্লেখ করেন। তিনি বলেন যে, এই দিনটি গুরুত্বপূর্ণ কারণ এই দিনে ‘ভারতের নির্বাচন কমিশন’ প্রতিষ্ঠিত হয়েছিল।

‘কুম্ভ’, ‘পুষ্করম’ এবং ‘গঙ্গা সাগর মেলা’-র উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই উত্সবগুলি সামাজিক মিথস্ক্রিয়া, সম্প্রীতি এবং ঐক্য বাড়ায়। এসব উৎসব ভারতের ঐতিহ্যের সঙ্গে ভারতের মানুষকে সংযুক্ত করে। তিনি বলেন, ‘দক্ষিণ, পশ্চিম এবং প্রতিটি কোণ থেকে মানুষ কুম্ভে আসেন। কুম্ভে গরীব এবং ধনী সবাই একত্রিত হয় এবং সবাই সঙ্গমে ডুব দেয়। ভাণ্ডারায় এক সঙ্গে প্রসাদ নেয়। তাই কুম্ভ হল ঐক্যের মহাকুম্ভ। কুম্ভের সংগঠন আমাদের বলে, কীভাবে আমাদের ঐতিহ্য সমগ্র ভারতকে একত্রে আবদ্ধ করেছে। এবার কুম্ভে তরুণদের অংশগ্রহণ ব্যাপকভাবে দেখা গিয়েছে। যখন তরুণ প্রজন্ম গর্ব করে তার সভ্যতার সঙ্গে যুক্ত হয়, তার শিকড় মজবুত হয় এবং তখন তার সোনালি ভবিষ্যতও নিশ্চিত হয়।’

‘মন কি বাত’ অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী পৌষ দ্বাদশীর দিনে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার জীবন পূণ্যের বার্ষিকীর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জীবনের পবিত্রতার এই দ্বাদশী ভারতের সাংস্কৃতিক চেতনার পুনঃঅনুষ্ঠানের দ্বাদশীতে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘উন্নয়নের পথে হাঁটতে গিয়ে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে।’

Related Articles