দেশ
Trending

ই-ভাউচারের মাধ্যমে উচ্চশিক্ষায় অল্প সুদে পড়ুয়াদের ১০ লাখ পর্যন্ত ঋণ

Loan up to 10 lakhs for students in higher education with low interest through e-voucher

The Truth Of Bengal: ছাত্র-যুব সমাজের জন্য বিরাট ঘোষণা বাজেটে। বছরে এক লক্ষ পড়ুয়াকে ই–ভাউচার দেওয়া হবে। মাত্র ৩ শতাংশ সুদে লোন দেওয়া হবে। দেশের প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষায় পড়ুয়াদের ১০ লাখ পর্যন্ত ঋণ দেওয়ার আর্থিক সাহায্যের ঘোষণা। যা দেওয়া হবে ই-ভাউচারের মাধ্যমে। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর ১ লাখ পড়ুয়াকে এই ঋণ দেওয়া হবে। আর এই ঋণ খুবই অল্প সুদে দেওয়া হবে। মাত্র ৩ শতাংশ সুদের হারে এই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করেন নির্মলা সীতারামন।

কেন্দ্রের মোদি সরকার যুবকদের শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতার জন্য ২ লক্ষ কোটি বরাদ্দ ঘোষণা করেছে। বাজেট পেশের শুরুতে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের যুব সমাজের জন্য এই প্রথম এত বড় অঙ্কের বাজেট বরাদ্দ করল কেন্দ্রের সরকার। যুব সমাজের সামগ্রিক মানোন্নয়নের বিকাশে বিশেষ নজর দিতে চলেছে কেন্দ্রের সরকার। সেই লক্ষ্যে ২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হল।

এবারের বাজেটে একটি বিশেষ  স্কিম আনা হয়েছে, যেখানে আগামী ৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া। ১২ মাস বা এক বছর ধরে হাতে-কলমে কাজ শিখতে পারবেন তাঁরা। প্রতি মাসে ৫০০০ টাকা ও এককালীন ৬০০০ টাকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেখানে দেওয়া হবে ইনসেনটিভ। ইপিএফও-র ওপর নজর দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে তাঁদের জন্য যাঁরা প্রথম চাকরি করছেন। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইনস্টলমেন্টে দেওয়া হবে ওই বেতন। নতুন চাকরিতে ঢোকা মানুষ এতে উপকৃত হবেন।

ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম চাকরি পেলে ইনসেনটিভ দেওয়া হবে। ইপিএফও-র সঙ্গেই টাকা দেওয়া হবে কর্মী ও সংস্থাকে। অতিরিক্ত নিয়োগ হলে সরকার ৩০০০ টাকা করে প্রতি মাসে দেবে ইপিএফও-র সঙ্গে। এই প্রকল্পে ৫০ লক্ষ কর্মী উপকৃত হবেন।

 

Related Articles