দেশ

প্রকাশিত হল দিল্লিতে বসবাসকারী ৫ হাজার পাকিস্তানির তালিকা

List of 5,000 Pakistanis living in Delhi published

Truth Of Bengal: পহেলগাঁওতে সাম্প্রতিক জঙ্গি হামলার জেরে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। এরপরেই পাকিস্তানিদের খুঁজতে তল্লাশি শুরু করে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। আর তাতেই  দিল্লিতে বসবাসকারী প্রায় ৫০০০ পাকিস্তানি নাগরিকের তালিকা পুলিশের হাতে তুলে দেয় আইবি।

ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এই তালিকাটি দিল্লি পুলিশের বিশেষ শাখার সঙ্গে শেয়ার করেছে, এবং এটি যাচাই ও শনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘তালিকাটি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার কাছে হস্তান্তর করা হয়েছে এবং পাক নাগরিকদের তাদের স্বদেশে ফিরে যেতে বলা হয়েছে। মধ্য ও উত্তর-পূর্ব জেলাগুলিতে এই অঞ্চলে প্রচুর সংখ্যক পাকিস্তানি নাগরিক বাস করেন।‘ তিনি আরও জানান, এই বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে এবং দিল্লি পুলিশকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন।

২২ এপ্রিল বৈসরণ উপত্যকায় ২৮ জন নিরীহ পর্যটককে হত্যা করে জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সন্দেহভাজন সন্ত্রাসীরা। এরপরই কেন্দ্র সরকার একাধিক কড়া পদক্ষেপ নেয়। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়। পাশাপাশি, সার্কের অধীনে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে , তাদের এলাকায় থাকা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে ২৭ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে বলা হোক। এই আবহে এবার আইবির তরফ থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে তুলে দেওয়া হল পুলিশের হাতে। একথায় বলা যায় , পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব দিতে প্রস্তুত ভারত।

Related Articles