দেশ

পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙানি,আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত

Light to moderate rain till next Thursday

The Truth of Bengal: উত্তর-পশ্চিম ভারতের পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।মধ্য-ট্রপোস্ফিয়ারিক পশ্চিমী ঝঞ্ঝা একটি ট্রু আকারে অবস্থান করছে। আরও একটি ট্রু বিদর্ভ থেকে মারাঠওয়াড়া এবং কর্ণাটক হয়ে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী মঙ্গল থেকে বৃহস্পতি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা। সমভূমিতে বিক্ষিপ্ত বৃষ্টি। ১৩ ও ১৪ই মার্চ হালকা  বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশে। মঙ্গলে বিক্ষিপ্ত বৃষ্টি উড়িষ্যা, উপ -হিমালয় পশ্চিমবঙ্গ, ও সিকিমে। অন্যদিকে আগামী তিন দিন রায়ালসীমা তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালায় গরম ও আদ্র আবহাবার সম্ভাবনা। থাকবে আর্দ্রতা জনিত অসস্তি।

ঝঞ্ঝার প্রভাবে  বৃষ্টি হতে পারে ছত্রিশগড় সহ মধ্যপ্রদেশে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে। পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। ঝঞ্ঝা কাটলে ঊর্ধ্বমুখী হবে পারদ। চলতি বছরে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। একই সঙ্গে বর্ষা দেরিতে আসায় উত্তর ও উত্তর-পূর্ব ভারতে  চাষাবাদে  বেশ কিছুটা ক্ষতির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা।

Related Articles