দেশ

২৪ ঘণ্টায় ৫.৮৮ লক্ষ পলিসি বিক্রি করে গিনেস রেকর্ড গড়ল এলআইসি

LIC sets Guinness record by selling 5.88 lakh policies in 24 hours

Truth Of Bengal: ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (এলআইসি) ২০ জানুয়ারী, ২০২৫ তারিখে এক অভাবনীয় রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক জীবন বীমা পলিসি ইস্যু করার এই কৃতিত্ব প্রতিষ্ঠানটির ইতিহাসে এক মাইলফলক হয়ে রইল।

এলআইসি জানিয়েছে, সেই দিনটিতে দেশজুড়ে তাদের ৪,৫২,৮৩৯ জন এজেন্ট মোট ৫,৮৮,১০৭টি জীবন বীমা পলিসি সফলভাবে সম্পন্ন ও ইস্যু করেন। এই বিশাল সাফল্য গিনেস কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত হয়েছে।

এই কৃতিত্ব শুধু সংখ্যার দিক থেকেই নয়, বরং এটি একটি বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে এজেন্ট উৎপাদনশীলতার ক্ষেত্রে। এলআইসির মতে, এটি প্রমাণ করে তাদের এজেন্টদের নিষ্ঠা, দক্ষতা এবং পরিশ্রমের ভিত্তি।

এই রেকর্ড সৃষ্টির পেছনে অনুপ্রেরণা হিসেবে ছিলেন কর্পোরেশনের এমডি ও সিইও সিদ্ধার্থ মোহান্তি। তিনি ‘ম্যাড মিলিয়ন ডে’ উদযাপনের আহ্বান জানিয়েছিলেন — যেখানে প্রতিটি এজেন্টকে অন্তত একটি পলিসি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করতে বলা হয়েছিল। এই ঐতিহাসিক দিনে এলআইসি তার গ্রাহক, এজেন্ট ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।