ফের আধিপত্য বামেদের, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে খরা কাটাল এবিভিপি
Left dominates again, ABVP ends drought in Jawaharlal Nehru University elections

Truth Of Bengal: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ জেএনইউ ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর ফলাফল ঘোষিত হয়েছে। আর সেখানেই ভালো ফলাফল করলো বাম সংগঠনগুলি। বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনটি গুরুত্বপূর্ণ আসনে তারা জিতেছেন। একসঙ্গে এক দশকের খরা কাটিয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপিও ভালো ফলাফল করেছে।
সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় প্রেসিডেন্ট পদে জিতেছেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নীতিশ কুমার। নীতীশ পেয়েছেন ১৭০২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিখা (এবিভিপি) পেয়েছেন ১৪৩০ ভোট। ইউনাইটেড লেফটের মনীষা (ডিএসএফ) সহ-সভাপতি পদেও জয়ী হয়েছেন। মনীষা পেয়েছেন ১১৫০ ভোট, আর এবিভিপি প্রার্থী নিতু পেয়েছেন ১১১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ইউনাইটেড লেফটের হয়ে মুনতাহা ফাতিমা (ডিএসএফ) জয়ী হয়েছেন। তিনি ১৫২০ ভোট পেয়েছেন, যেখানে এবিভিপির কুণাল রাই পেয়েছেন ১৪০৬ ভোট।
অন্যদিকে এবিভিপি জয়েন্ট সম্পাদক পদে সাফল্য পেয়েছে। বৈভব মীনা (এবিভিপি) ১৫১৮ ভোট পেয়ে এই পদে জয়ী হয়েছেন। কাউন্সিলর নির্বাচনে, এবিভিপি ৪২টি আসনের মধ্যে ২৩টি আসনে জিতে ইতিহাস সৃষ্টি করেছে। ১৯৯৯ সালের পর এই প্রথমবার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে সেরা পারফরম্যান্স করল এবিভিপি। বলা বাহুল্য, দেশের এই শীর্ষ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ধরেই কোন ক্ষমতা ছিল না এবিভিপির।
তবে, প্রায় এক দশকের খরা কাটিয়ে আবারো নিজেদের পুরানো ক্ষমতা ফিরে পেতে চলেছে এবিভিপি। জয়েন্ট সম্পাদক পদে জয়লাভের পরেই বৈভব মীনা জানিয়েছেন , প্রায় এক দশক পরে তাদের জয় আগামীদিনের লড়াইকে সাফল্য এনে দেবে। আগামী নির্বাচনে তারা চারটি আসনেই জিতবেন বলে দাবি করেন তিনি।
এক কথায় বলা যায়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জেএনইউ) নির্বাচনে ২০২৪-২৫ সালে সভাপতি-সহ শীর্ষ ৪টি পদের মধ্যে ৩টিতে জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাম জোট। একই সঙ্গে এবারও নির্বাচনে কড়া লড়াই নিয়েছে এবিভিপি। ২৫শে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।