সামরিক নীতি নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রয়াত ফাইটার পাইলট নিশান্ত সিং-এর মা
Late fighter pilot Nishant Singh's mother raised questions about military policy

The Truth Of Bengal : সম্প্রতি ক্যাপ্টেন অংশুমান সিংহের বাবা মা নেক্সট অফ কিন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মিগ দুর্ঘটনায় প্রয়াত ফাইটার পাইলট নিশান্ত সিং-এর মা হলেন প্রমিলা দেবী। তিনিও এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রমিলা দেবী জানান, “আমার ছেলের আত্মত্যাগের সত্ত্বেও আমায় কোন আর্থিক সহায়তা দেওয়া হয়নি। কারণ সমস্ত অর্থই আমার বৌমাকে দেওয়া হয়েছিল”।
After parents of Captain #AnshumanSingh speaking up on Next of Kin policies, now Smt. Promila Devi, mother of Commander Nishant Singh who lost life in a Mig crash, has also expressed her pain.
She says she hasn’t received anything as all the money went to Mr. Singhs wife. She… pic.twitter.com/F7rkuy2xDE
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) July 14, 2024
তিনি (প্রমিলা দেবী) তার বৃদ্ধ বয়সে কঠিন সময়ের মুখোমুখি। মৃত অফিসারদের পিতা-মাতাদের পরিস্থিতির কথা তুলে ধরে সামরিক নীতিগুলির পর্যালোচনা করার আহ্বান জানান তিনি। বহু পিতা মাতার কথা তিনি উল্লেখ করেন, যারা শুধুমাত্র সন্তানদের ওপর নির্ভর করে। তিনি বলেন আর্থিক সহায়তার একটি অংশ বৃদ্ধ বাবা মায়েরও পাওয়া উচিত।
Here’s her interview with @AmarUjalaNews pic.twitter.com/87TG3R6Gd7
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) July 14, 2024
প্রসঙ্গত, কিছুদিন আগে ভারত সরকার ক্যাপ্টেন অংশুমান সিংকে মরোণত্তর কীর্তি চক্র সম্মানে ভূষিত করেছে। রাষ্ট্রপতি ভবনে অংশুমানের স্ত্রী স্মৃতি ও মায়ের হাতে সেই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছেলের মরোণত্তর সম্মান কীর্তি চক্র নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছেন পুত্রবধূ। এমনকী নিজের ঠিকানাও বদল করেছেন। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেছেন প্রয়াত ক্যাপ্টেন অংশুমানের বাবা-মা। তাঁরা সেনার ‘নেক্সট অফ কিন’ (NOK) বিধি বদলেরও দাবি করেছেন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা-মা রবি প্রতাপ সিং ও মঞ্জু সিং দাবি করেছেন, পুত্রবধূ তাঁদের সঙ্গে আর থাকেন না। ছেলে শহিদ হওয়ার পর তাঁর বেশিরভাগ সম্পত্তিই পুত্রবধূই পেয়েছে। তাঁরা এখন অসহায়। সাক্ষাৎকারে NOK-এর নিয়ম বদলের দাবি তুলেছেন অংশুমানের বাবা-মা। অংশুমানের বাবা রবি প্রতাপ সিংয়ের কথায়, ‘সেনায় নেক্টস অফ কিন (NOK)-এর যে মানদণ্ড ঠিক করা হয়েছে সেখানে বদল আনা উচিত। এর সংজ্ঞাও পুনর্বিবেচনা করা উচিত।’