দেশ

১৩ ডিসেম্বরের স্মৃতি ফেরাতে সংসদ ভবন হামলার হুমকি খালিস্তানি নেতার!

Khalistani terrorist threaten to attack parliament

The Truth of Bengal: ২০০১-এর ১৩ ডিসেম্বরের স্মৃতি ফিরিয়ে আনতে চায় খালিস্তানি জঙ্গি সংগঠন। এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর এবার সংসদ ভবনে হামলার হুমকি দিল শিখস ফর জাস্টিসের প্রধান জঙ্গি গুরপাতওয়ান্ত সিং পান্নুন। সম্প্রতি তাঁর একটি ভিডিও বার্তা প্রকাশ হয়, যেখানে তিনি দাবি করেন, তাঁকে নাকি হত্যার পরিকল্পনা করেছিলেন ভারতীয় গোয়েন্দারা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। তার বদলা নিতেই সংসদ ভবনে হামলা চালানোর হুমকি দেয় পান্নুন।

পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, আফজল গুরুর ছবি, যিনি সংসদে হামলার প্রধান অভিযুক্ত। ক্যাপশনে লেখা, “দিল্লি বনেগা খালিস্তান”।  এই ভিডিওতে পান্নুনের বার্তা, তাঁকে খুন করার ছক কষা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এবার পালা প্রতিশোধের। ভারতীয় গোয়েন্দারা তাঁকে হত্যার যে চেষ্টা করেছে, তার বদলা নিতে ১৩ ডিসেম্বর বা তার আগে ভারতীয় সংসদে হামলা চালানো হবে।

প্রসঙ্গত, মাস খানেক আগেই পান্নুন হুমকি দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর। অন্যদিকে, আমেরিকার তরফেও গত মাসে দাবি করা হয় যে পান্নুনকে খুনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ভারত সরকারকে এই বিষয়ে নোটিসও দেয়। ভারতের তরফে বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার তদন্তও শুরু হয়েছে।

Free Access

Related Articles