দেশ

সোনার বদলে পিতলের মোড়ক! গুরুতর অভিযোগ পুরোহিতের

Kedarnath Temple Rs 125 crore scam

Story Highlights
  • কেদারনাথ মন্দির
  • ১২৫ কোটি টাকার দুর্নীতি
  • বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি

The Truth of Bengal: উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে সোনার বদলে পিতলের মোড়ক লাগানো হচ্ছে বলে অভিযোগ। সেখানকার পুরোহিত সন্তোষ ত্রিবেদীর দাবি, মন্দির সংস্কারে ১২৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। যদিও যাবতীয় অভিযোগকে ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। সন্তোষ ত্রিবেদীর আরও বলেন যে, মন্দির সংস্কারে ১২৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

যদিও এই ঘটনায় তীব্র বিতর্ক দানা বেঁধেছে। কিছুদিন এক ব্যবসায়ী বিপুল পরিমাণ সোনা দান করেছিলেন কেদার মন্দিরে। এরপর ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)-এর অনুমতি নিয়ে মন্দিরের গর্ভগৃহে সোনার পাত লাগানোর কাজ শুরু হয়েছে। এখন সেই সংস্কার নিয়েই দুর্নীতির অভিযোগ উঠল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, মন্দিরের গর্ভগৃহে আদৌ সোনার মোড়ক লাগানো হচ্ছে না। সোনা বলে ব্যবহার করা হচ্ছে পিতল। ভিডিওতে দেখা গিয়েছে, মন্দিরের সংস্কারের কাজে যুক্ত কর্মীরা ব্যাগ থেকে ‘গোল্ড ওয়াশ’ লেখা কৌটো বের করছেন। এরপরেই সোনার মোড়ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।

এর মধ্যেই কেদার মন্দিরের অন্যতম পুরোহিত সন্তোষ ত্রিবেদী দাবি করেন, মন্দির সংস্কারে সোনার পাতের বদলে পিতলের পাত লাগানো হয়েছে। ১২৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ঘটনায় আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন তিনি। যদিও মন্দির কমিটি যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। মন্দির কমিটির প্রধান অজেন্দ্র রাইয়ের দাবি, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, মন্দিরের সংস্কারের সমস্ত নথি রাখা আছে কর্তৃপক্ষের কাছে।

Related Articles