দেশ

নজির গড়ল কাশ্মীর সরকার, নিরাপত্তা ও পর্যটনের বার্তা নিয়ে মন্ত্রিসভার বৈঠক পহেলগাঁওয়ে

Kashmir government sets precedent, cabinet meeting in Pahalgaon with message of security and tourism

Truth Of Bengal: শ্রীনগরে কোন সরকারি সচিবালয়ে নয়, এবার কাশ্মীরের পহেলগাঁওয়ে বসছে জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভার বৈঠক। এমন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পর্যটনের আস্থা পুনরুদ্ধারের প্রয়াস।গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার পর থেকেই কাশ্মীর জুড়ে, বিশেষত পহেলগাঁও এলাকায় পর্যটকের সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। মূলত পর্যটন নির্ভর কাশ্মীরের স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়ে। সেই পরিস্থিতি সামাল দিতেই মন্ত্রিসভার বৈঠক সরিয়ে নেওয়া হয়েছে পহেলগাঁওয়ে।

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মুখ্যসচিব অটল ডুল্লু, পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ‘অপারেশন সিঁদুর’-এর পর উপত্যকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয়দের সঙ্গে কথাও বলবেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। মঙ্গলবার পহেলগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠকের পরে বুধবার উত্তর কাশ্মীরের গুলমার্গের এক রিসর্টেও হবে অনুরূপ বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল ভিকে বিড়দি।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের বৈঠক শুধুমাত্র প্রশাসনিক মূল্যায়নের জন্য নয়, জনআস্থা ফেরানোও অন্যতম উদ্দেশ্য।ওমরের এক উপদেষ্টা বলেন, ‘ আমরা যদি এই সমস্ত জায়গায় না যাই, তবে আর কে যাবে? বৈঠকের দু’টি উদ্দেশ্য— এক, আমরা উপত্যকার পরিস্থিতি দেখতে চাই। দুই, জনগণ ও পর্যটকদের আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সময় ওমর আবদুল্লাহ এর আগেও এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১২ সালের মে মাসে তাংধারে নিয়ন্ত্রণ রেখার কাছে মন্ত্রিসভার বৈঠক করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। এই পদক্ষেপ প্রশাসনিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই রাজনৈতিক ও প্রতীকী অর্থেও তাৎপর্যপূর্ণ। পর্যটনের ভরসা ফেরাতে, সাধারণ মানুষের মনে আস্থা জোগাতে এই উদ্যোগ যে ইতিবাচক বার্তা দেবে, তেমনটাই মনে করছে কাশ্মীর প্রশাসন।

Related Articles