
Truth Of Bengal: ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের জয়জয়কার। বরহাইত আসনে বিজেপির গামলিয়েল হেমব্রমকে পিছনে ফেলে ৩৯,৭৯১ ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গাণ্ডে থেকে জয়ী তাঁর স্ত্রী কল্পনা সোরেন।
১৩ এবং ২০ নভেম্বর দু দফায় ভোট হয় পড়শি রাজ্যে। প্রায় ৬৭.৭৪ শতাংশ ভোট পড়েছিল দু দফায়। এবারের লড়াই ছিল ইন্ডিয়া বনাম এনডিএ-র মধ্যে। ইন্ডিয়া জোটে রয়েছে– হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি, কংগ্রেস এবং সিপিএম(এল)। অন্যদিকে, এনডিএ জোটে রয়েছে বিজেপি, জেডিইউ, এজেএসইউ এবং এলজেপি।
সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের রাজনৈতিক পটভূমিতে বহু নাটকীয় মোড় দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে জমি কেলেঙ্কারীকাণ্ডে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। এরপর বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের টার্গেট করার অভিযোগে সরব হয়েছিল ইন্ডিয়া জোট। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন হেমন্ত। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। তবে, হেমন্তের জেলমুক্তির পরে বিজেপিতে যোগ দেন চম্পাই।
উল্লেখ্য, ২০১৯ এর বিধানসভা ভোটেও কাজ করে নি মোদী-ম্যাজিক। ঝাড়খণ্ডে মাত্র ২৫ টি আসনে জয় পায় গেরুয়া ব্রিগেড। জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট পেয়েছিল ৪৭ টা আসন।
তবে এবারের ভোটে বেশিরভাগ বুথফেরত সমীক্ষাই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে এগিয়ে রেখেছিল। সেই এক্সিট পোল ভুল প্রমাণিত করে জয় ছিনিয়ে নিল ‘ইন্ডিয়া’। এবারও ঝাড়খণ্ডে কার্যত ধরাশায়ী এনডিএ।