দেশ

স্কুলে ‘সুপ্রভাত’-এর বদলে ‘জয় হিন্দ’ ধ্বনি, ১৫ অগাস্ট থেকে হরিয়ানায় চালু নয়া নিয়ম

'Jai Hind' sounds instead of 'Suprabhat' in schools, new rule in Haryana from August 15

The Truth Of Bengal: হরিয়ানার সমস্ত স্কুলেই পড়ুয়াদের জন্য চালু হল নয়া নিয়ম। স্কুলে এবার বলা যাবে না সুপ্রভাত। তার বদলে বলতে হবে জয় হিন্দ। ১৫ অগাস্ট থেকে এই নয়া নিয়ম চালু করতে হবে সমস্ত স্কুলে, নির্দেশ হরিয়ানার স্কুল  দফতরের।

১৫ অগাস্ট ৭৮ বছর পূর্ণ হতে চলেছে ভারত স্বাধীন হওয়ার। সেই উপলক্ষেই হরিয়ানা সরকারের নয়া সিদ্ধান্ত। হরিয়ানার সমস্ত স্কুলে শিশুরা শিক্ষকদের সুপ্রভাত নয়, বলবে জয় হিন্দ। নয়া নিয়ম কার্য়কর হবে ১৫ অগাস্ট থেকে। এই নয়া নির্দেশ জারি করা হয়েছে হরিয়ানা স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে। স্বাধীনতার আগে এই জয় হিন্দ ধ্বনিই ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছিল।

সেই সময় এই স্লোগানকেই সম্মানের সঙ্গএ গ্রহণ করেছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীও।  এবার মূলত শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেম বাড়িয়ে তোলাই মূল উদ্দেশ্য হরিয়ানা সরকারের। তাই এমন সিদ্ধান্ত বলে জানা যায়। হরিয়ানা সরকারের মতে, এই স্নোগান পড়ুয়াদের মনে করাবে স্বাধীনতা সংগ্রামীদের নিরলস আত্মত্যাগের কথা।

সেই সঙ্গে কিছুক্ষেত্রে যখন শিক্ষার্থীদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়, সেই দূরত্বও ঘুঁচবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠীন ও প্রধানশিক্ষকদের কাছে এই মর্মে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। আগামী ১৫ অগাস্ট থেকে হরিয়ানার সমস্ত স্কুলগুলিতেই বাধ্যতামূলক ভাবে চালু হবে এই নিয়ম।

 

 

Related Articles