দেশ

অপরাধ হর্ন দিতে বারণ করা! নিরাপত্তারক্ষীকে পিষে দিল এসইউভি, ভাইরাল ভিডিও

It's a crime to forbid honking! Security guard crushed by SUV, viral video

Truth of Bengal: রাতের শিফট শেষ করে ভোরে বাড়ি ফিরছিলেন রাজীব কুমার নামে এক নিরাপত্তারক্ষী যুবক। সেই সময় তাঁর গা ঘেঁষে একটি এসইউভি গাড়ি যাচ্ছিল এবং বারবার জোরে হর্ন বাজাচ্ছিল। তীব্র শব্দে অস্বস্তি হওয়ায় রাজীব হর্ন দিতে বারণ করেন চালককে। এর জেরে ঘটে যায় চাঞ্চল্যকর এক ঘটনা।

ঘটনাটি ঘটে দিল্লির মহিপালপুর এলাকায়। বিহারের বাসিন্দা রাজীব কুমার দিল্লির মহিপালপুর এলাকায় থাকেন।  দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে কাজ সেরে একটি ক্যাবে মহিপালপুর চকে নামেন। সেখান থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।

এই সময় একটি এসইউভি গাড়ি তার পিছনে এসে জোরে হর্ন বাজাচ্ছিল। তীব্র শব্দে অস্বস্তি হওয়ায় রাজীব তাকে হর্ন বাজাতে নিষেধ করেন। এরপর এসইউভি চালক রাজীবকে প্রথমে ঠাট্টা করে তাঁর হাতের লাঠিটি নিতে চায়। রাজীব তা দিতে অস্বীকার করলে চালক হুমকি দেয়, তিনি রাস্তা পার হলেই তাকে গাড়ির চাকার নিচে পিষে দেবে। রাজীব যখন রাস্তা পার হচ্ছিলেন, তখন সত্যি সেই হুমকি কার্যকর করে চালক। রাজীবের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় ওই চালক।

প্রথমে ধাক্কা লেগে রাজীব রাস্তায় পড়ে যান। তিনি যন্ত্রণায় চিৎকার করলে চালক গাড়ি পেছনে নিয়ে আবার তাঁর ওপর চাকা তুলে দেন বলে অভিযোগ। গুরুতর আহত রাজীবকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের নাম বিজয়, যিনি রংপুরীর বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Related Articles