দেশ

উৎক্ষেপনের অপেক্ষায় ‘INSAT-3DS’, আবহাওয়ার আগাম খবর দেবে ইসরো

ISRO will give weather forecast in advance

The Truth of Bengal: রকেটের গতিতে একের পর এক সফল উৎক্ষেপন করছে ইসরো। বিশ্বের দরবারে ইসরো পাকাপাকিভাবেই নিজের জায়গা করে নিচ্ছে। আরও একবার বিশ্বের দরবারে চমক আনতে চলেছে ইসরো। শনিবারই নয়া একটি উপগ্রহ উৎক্ষেপন করতে চলেছে ইসরো। এই উপগ্রহের সাহায্যে এবার আবহাওয়ার হালহাকিকতের খবর জানা যাবে আগাম।

নয়া এই কৃত্রিম উপগ্রহ ইনস্যাট-3DS-কে বয়ে নিয়ে যাবে যে মহাকাশ যান, তার ডাক নাম নটিবয়।  এই নটিবয় রকেটের ভালো নাম জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হবে। জানা যাচ্ছে, GSLV-র এই ডাকনাম দিয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান।

তবে নটিবয়ের মতো আজব একটি নাম দেওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে, এই রকেটের মতিগতি বুঝতে একাধিকবার হিমশিম খেতে হয়েছে বৈজ্ঞানিকদের। তাই এর নাম রাখা হয়েছে নটিবয়। এখনও পর্যন্ত ১৫ বার উৎক্ষেপণের কাজে ব্যবহার এই রকেট ব্যাবহৃত হয়েছে। তার মধ্যে ৬ বারই হয়েছে ব্যার্থ। সেই ব্যার্থতার হার জানা যাচ্ছে, ৪০ শতাংশ। GSLV-র শেষ উৎক্ষেপন হয়েছিল ২০২৩ সালের ২৯ মে। এই GSLV সম্পর্কে জানা যাচ্ছে, এটি তিন পর্যায়ের একটি রকেট।

Related Articles