তবে কি শান্তির ইঙ্গিত? ১২ দিন পর আটারি-ওয়াঘা সীমান্তে চালু ‘বিটিং রিট্রিট’
Is this a sign of peace? 'Beating Retreat' resumes at the Attari-Wagah border after 12 days.

Truth of Bengal: ভারত-পাকিস্তান সীমান্তে ধীরে ধীরে কি শান্তির বাতাস বইছে? অন্তত ১২ দিন পর আটারি-ওয়াঘা সীমান্তে ঐতিহ্যবাহী ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান ফের শুরু হওয়াকে সেই দিকেই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনা জঙ্গিঘাঁটিতে কড়া আঘাত হানার পর থেকেই বন্ধ ছিল এই প্রতিদিনের আয়োজন। অবশেষে মঙ্গলবার তা ফের চালু হল, তবে কিছু কড়া বিধিনিষেধের সঙ্গে।
অনুষ্ঠানে সাধারণ দর্শকের প্রবেশাধিকার ছিল না। শুধুমাত্র সরকারি আধিকারিক, সাংবাদিক এবং বিশেষ অনুমতি পাওয়া অতিথিরাই অংশ নেন।
বিএসএফ এবং পাক রেঞ্জার্সদের মধ্যে যেটুকু সৌজন্যের ছাপ আগে দেখা যেত—করমর্দন বা হাসিমুখে কথাবার্তা—তা একেবারে অনুপস্থিত ছিল। পহেলগাঁও হামলার পর থেকেই এই সৌজন্যমূলক আচরণ বন্ধ রয়েছে। তবে আশার কথা, আগামী বুধবার থেকে আবার সাধারণ মানুষও এই অনুষ্ঠান দেখতে পারবেন।
১৯৫১ সাল থেকে প্রতিদিন নিয়ম করে এই বিটিং রিট্রিট অনুষ্ঠান চলে আসছে। যুদ্ধ বা মহামারির মতো বড় কারণ ছাড়া এটি কখনও বন্ধ হয়নি।
বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সংঘর্ষবিরতি চলছে, যা ১০ মে ঘোষণা করা হয়। সেনা সূত্রে জানানো হয়েছে, এই বিরতির কোনও নির্দিষ্ট মেয়াদ নেই। নতুন করে যদি উত্তেজনা না তৈরি হয়, তাহলে এই শান্তি বজায় থাকবে।