তবে কি যুদ্ধের পথে ভারত? মোদি-রাজনাথের গোপন বৈঠক ঘিরে জল্পনা
Is India on the path to war? Speculations around the secret meeting of Modi and Rajnath.

Truth of Bengal: পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর প্রতিরক্ষা ব্যবস্থার খতিয়ান নিয়েই সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সকাল সাড়ে দশটার কিছু পরেই তিনি পৌঁছন মোদির ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে।
#WATCH | Delhi: Defence Minister Rajnath Singh arrives at 7 Lok Kalyan Marg, Prime Minister Narendra Modi’s residence. pic.twitter.com/gtKrsHIB0u
— ANI (@ANI) April 28, 2025
সূত্রের খবর, সেনাবাহিনীর প্রস্তুতি, সম্ভাব্য কৌশল এবং পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই বৈঠকে।
পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা ঘিরে গোটা দেশ উত্তাল। ভারতীয় স্থলসেনা, নৌসেনা ও বিমান বাহিনীকে ইতিমধ্যেই হাই অ্যালার্টে রাখা হয়েছে। তিন বাহিনী যৌথভাবে যুদ্ধ মহড়াও চালিয়েছে। প্রকাশিত হয়েছে তাদের যুদ্ধ-প্রস্তুতির কিছু দৃশ্য।
রবিবার সন্ধ্যায় চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করে সামরিক বাহিনীর বিস্তারিত রিপোর্ট তুলে দেন। পরদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
দেশের ভেতরে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সর্বদলীয় বৈঠকেও বিরোধীরা সরকারের যেকোনো কঠোর সিদ্ধান্তের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
যুদ্ধ না হলেও সামরিক চাপ বাড়ানো হচ্ছে। কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করাই আপাতত দিল্লির কৌশল। তবে সেনা-সক্রিয়তা দেখে মনে করা হচ্ছে, প্রয়োজনে ভারত বড়সড় পদক্ষেপের জন্য প্রস্তুত। ওয়াকিবহাল মহলের মতে, মোদি-রাজনাথের এই বৈঠক ভবিষ্যতের বড় কোন সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে।