দেশ
Trending
কলকাতা-সহ দেশের ৬টি নয়া রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো
IndiGo is going to start flight services on 6 new routes in the country including Kolkata

The Truth Of Bengal, Mou Basu: গরমে যাত্রী ভিড় সামাল দিতে এবার দেশের অভ্যন্তরে একাধিক নতুন রুটে বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে দেশের জনপ্রিয় বিমান সংস্থা ইন্ডিগো। নতুন রুটে ৩১ মার্চ থেকে বিমান পরিষেবা শুরু হয়ে যাবে।
চলতি মাসের শেষ দিন থেকে আহমেদাবাদ- রাজকোট, আহমেদাবাদ- ঔরঙ্গাবাদ, ভোপাল- লখনউ, ইন্দোর-বারাণসীর মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে। এছাড়াও, বিমান সংস্থা ইন্ডিগো কলকাতা- শ্রীনগর এবং কলকাতা- জম্মু রুটেও সরাসরি বিমান পরিষবা চালু করার কথা ঘোষণা করেছে।
কলকাতা ও শ্রীনগরের মধ্যে ইন্ডিগোর বিমান পরিষেবা শুরু হবে ১০ এপ্রিল থেকে। অপরদিকে কলকাতা থেকে জম্মু যাওয়ার জন্য সরাসরি ইন্ডিগোর বিমান পরিষেবা ২১ এপ্রিল থেকে।
FREE ACCESS