দেশ

আমেরিকায় ভারতের নয়া রাষ্ট্রদূত হলেন প্রাক্তন বিদেশসচিব বিনয়মোহন ক্বাত্রা!

India's ninth ambassador to America is former foreign secretary Vinaymohan Katra

The Truth of Bengal: শুক্রবার আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগ হলেন বিনয়মোহন ক্বাত্রা, এমনটাই জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রক। ২০২৪-এর শুরুতে এই পদের পূর্ব আধিকারিক তরণজিৎ সান্ধু তাঁর পদ থেকে সরে যান। ভারতের বিদেশমন্ত্রী জয় শঙ্কর বিনয়মোহন ক্বাত্রা-র বিষয়ে জানান বিদেশনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ভারতীয় বিদেশ মন্ত্রক তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আমেরিকায় ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন বিনয়মোহন ক্বাত্রা। শীঘ্রই নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি।’’ ১৯৮৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন বিনয়মোহন। তারপর প্রায় তিন দশক তিনি তাঁর দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি নেপালে ভারতের রাষ্ট্রদূত হয়ে কাজ করেছেন। ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসাবে ২০১৭ সালের অগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দায়িত্ব পালন করছেন তিনি।

বিনয়মোহন কূটনীতিক থাকাকালীন আমেরিকা, চিন থেকে ইউরোপের বিভিন্ন দেশের সাথেও কূটনৈতিক সম্পর্ক মজবুত রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৫ সালের শেষের দিক থেকে ২০১৭-র অগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী দফতরের যুগ্মসচিব‌ও তিনিই ছিলেন। ১৪ জুলাই ভারতের বিদায়ী বিদেশসচিবের প্রশংসা করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক্স হ্যান্ডল-এ একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘‘বিদেশ নীতি, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অবদান এবং আত্মোৎসর্গের জন্য বিদায়ী বিদেশসচিব বিনয়মোহন ক্বাত্রাকে ধন্যবাদ। গত ১০ বছরে আমাদের কৌশল এবং নীতি নির্ধারণে সাহায্য করেছেন তিনি। ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা।’’ বিনয়মোহনও ধন্যবাদ‌ও জানিয়েছিলেন তাঁর এক্স হ্যান্ডল থেকে।